আলঝাইমারে মেয়েরা বেশি ভোগেন কেন

আলঝাইমারে মেয়েরা বেশি ভোগেন কেন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ সেপ্টেম্বর, ২০২৫

আলঝাইমার রোগে আক্রান্ত মহিলাদের রক্তে এক বিশেষ ধরণের পরিবর্তন খুঁজে পেয়েছেন গবেষকরা। কিংস কলেজ লন্ডনের একটি বিজ্ঞানী দল জানিয়েছে, মহিলাদের রক্তে অসম্পৃক্ত লিপিড কমে যায়, আর সম্পৃক্ত লিপিড বেড়ে যায়। আশ্চর্যের বিষয়, পুরুষদের ক্ষেত্রে এই ধরণের পরিবর্তন দেখা যায়নি। আমেরিকায় আলঝাইমারে আক্রান্ত মানুষের প্রায় দুই-তৃতীয়াংশ নারী। এতদিন এই বৈষম্যের কারণ অজানা থাকলেও এই নতুন গবেষণা আভাস দিচ্ছে জৈব পথের ভিন্নতার। গবেষণায় সুস্থ প্রাপ্তবয়স্ক, মৃদু বোধবুদ্ধিগত দুর্বলতা ও আলঝাইমার রোগীদের রক্ত পরীক্ষা করা হয়। ‘লিপিডোমিক্স’ নামের প্রযুক্তি ব্যবহার করে ২৬৮টি আলাদা ফ্যাট অণু বিশ্লেষণ করেন গবেষকরা। দেখা যায়, নারীদের রক্তে ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ অসম্পৃক্ত লিপিড কম, আর সম্পৃক্ত লিপিড বেশি। পুরুষদের ক্ষেত্রে এই পার্থক্য ধরা পড়েনি। অসম্পৃক্ত লিপিড মস্তিষ্কের কোষঝিল্লিকে নমনীয় রাখে এবং নিউরনের যোগাযোগে সাহায্য করে। এর ঘাটতি হলে স্মৃতিশক্তি ও বোধবুদ্ধিগত দক্ষতা ক্ষতিগ্রস্ত হয়। গবেষণাতেও দেখা গেছে, যেসব মহিলার রক্তে এই লিপিড কম, তাদের স্মৃতিশক্তি পরীক্ষার ফল খারাপ। প্রশ্ন উঠেছে, কোলেস্টেরল বা ঝুঁকিপূর্ণ জিন APOE ε4 কি এই ফলাফলের ব্যাখ্যা দিতে পারে? কিন্তু পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, এসব কারণ বাদ দিলেও মহিলাদের লিপিড ঘাটতির ধারা অটুট। গবেষণার প্রধান ড. ক্রিস্টিনা লেগিদো-কুইগলি বলেন, “আমাদের তথ্য ইঙ্গিত দেয়, মহিলাদের জন্য ওমেগা ফ্যাটি অ্যাসিড বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি চর্বিযুক্ত সামুদ্রিক মাছ ও সাপ্লিমেন্ট থেকে পাওয়া যায়। তবে নিশ্চিতভাবে জানতে হলে ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন।” বিশেষজ্ঞরা মনে করছেন, নারী-পুরুষভেদে ঝুঁকির এই ভিন্নতার ব্যাপারটি বোঝা গেলে আরও ব্যক্তিনির্ভর চিকিৎসা ও প্রতিরোধ কৌশল গড়ে তোলা সম্ভব হবে। তবে এখনো গবেষণা মূলত ইউরোপীয় জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ। তাই ব্যাপকতর অংশগ্রহণ ও দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ জরুরি। এ গবেষণার তাৎপর্য হলো, এই প্রথম বড় আকারের মানবগোষ্ঠীতে লিপিডোমিক্স ব্যবহার করে লিঙ্গভেদে আলঝাইমারের ভিন্নতা তুলে ধরা হয়েছে। নারীদের ক্ষেত্রে অসম্পৃক্ত ফ্যাট ধারাবাহিকভাবে কম পাওয়া যাচ্ছে, যা ভবিষ্যতে চিকিৎসার নতুন দিক খুলে দিতে পারে।

সূত্র : Lipid profiling reveals unsaturated lipid reduction in women with Alzheimer’s disease by Asger Wretlind, Journal of Alzheimer’s Association (First published: 20 August 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 4 =