সুইডেনের লিংশোপিং ও লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দেখিয়েছেন, ক্ষতিকর রাসায়নিক ছাড়াই দৃশ্যমান আলো ব্যবহার করে পরিবাহী প্লাস্টিক থেকে ইলেকট্রোড তৈরি করা সম্ভব। এই পদ্ধতিতে কাচ, কাপড় এমনকি ত্বকের উপরও সরাসরি ইলেকট্রোড বানানো যায়। বলা যায়, নতুন ধরনের ইলেকট্রনিক যন্ত্র ও চিকিৎসা-সংবেদী প্রযুক্তির পথ খুলে দিচ্ছে এই গবেষণা। লিংশোপিং বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি অব অর্গানিক ইলেকট্রনিক্সে গবেষণাটি সম্পন্ন হয়েছে। এখানে ব্যবহৃত উপাদানগুলোকে বলা হয়, ‘কনজুগেটেড পলিমার’। এগুলি ধাতু ও সেমিকন্ডাক্টরের বৈদ্যুতিক গুণের সঙ্গে প্লাস্টিকের নমনীয়তা ও হালকাভাবকে একত্র করে। সাধারণত পলিমার তৈরির প্রক্রিয়া বা ‘পলিমারাইজেশন’ করতে লাগে শক্ত ও বিষাক্ত রাসায়নিক, যা বড় আকারে উৎপাদনে এবং চিকিৎসাক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। নরশোপিং ক্যাম্পাসের গবেষকেরা লুন্ড ও নিউ জার্সির সহকর্মীদের সঙ্গে মিলিয়ে এমন জলদ্রবণীয় মনোমার তৈরি করেছেন, যা দৃশ্যমান আলোতে সক্রিয় হয়। ফলে বিষাক্ত রাসায়নিক, ক্ষতিকর অতিবেগুনি আলো বা অতিরিক্ত প্রক্রিয়াকরণের প্রয়োজন পড়েনা। মনোমারযুক্ত দ্রবণ কোনো পৃষ্ঠে লাগিয়ে লেজার বা আলো ফেললেই নির্দিষ্ট নকশায় ইলেকট্রোড তৈরি হয়। অবশিষ্ট দ্রবণ ধুয়ে ফেললে ইলেকট্রোড থেকে যায়। গবেষকদের মতে, এই উপাদান একসঙ্গে ইলেকট্রন ও আয়ন পরিবহন করতে পারে। ফলত, শরীরের সঙ্গে স্বাভাবিকভাবে যোগাযোগ সম্ভব হয়। পরীক্ষায় দেখা গেছে, অবশ করা ইঁদুরের ত্বকে সরাসরি তৈরি এই ইলেকট্রোড প্রচলিত ধাতব ইইজি ইলেকট্রোডের তুলনায় কম-কম্পাঙ্কের মস্তিষ্ক সংকেত আরও ভালোভাবে ধরতে পারে। তাদের আশা, ভবিষ্যতে এই প্রযুক্তি পোশাকে সংযুক্ত সেন্সর, নিরাপদ চিকিৎসা যন্ত্র এবং বিপজ্জনক দ্রাবক ছাড়াই বৃহৎ পরিসরে ‘জৈব ইলেকট্রনিক সার্কিট’ তৈরিতে ব্যবহার করা যাবে।
সূত্র : Visible‐Light‐Driven Aqueous Polymerization Enables in Situ Formation of Biocompatible, High‐Performance Organic Mixed Conductors for Bioelectronics. Angewandte Chemie, 2025.
