আলো পড়লে গলে যাচ্ছে আজব ক্রিস্টাল

আলো পড়লে গলে যাচ্ছে আজব ক্রিস্টাল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ মে, ২০২৩

অতিবেগুনি আলোর নরম আভায় কঠিন পদার্থ হয়ে যাচ্ছে তরল! জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের গবেষকরাও নিজেদের আবিষ্কারে তাজ্জব বনে গেছেন। শুধু তা’ই নয়, আলো প্রভাবে ধাপে ধাপে সেই ক্রিস্টালের চরিত্রও বদলে যাচ্ছে।
রসায়নের পরিভাষায় এই অদ্ভুত ঘটনাকে বলা হয় ‘ফটো-ইন্ডিউসড ক্রিস্টাল-টু-লিক্যুইড ট্রাঞ্জিশান’। অর্থাৎ, আলোর প্রভাবে ক্রিস্টাল থেকে তরলে রূপান্তর। যদিও জাপানি বিজ্ঞানীদের আবিষ্কারটাই প্রথম নয়। বিজ্ঞানীমহল আগে থেকেই এই ঘটনার সাথে পরিচিত। কিন্তু নতুন গবেষণার অনেকগুলো ব্যবহারিক প্রয়োগের দিকও রয়েছে। ফটোনিক্স, ইলেক্ট্রনিক্স আর শরীরের মধ্যে ওষুধ প্রেরণের কাজে এই বিশেষ ক্রিস্টালের বিশেষ ধর্মকে কাজে লাগানো যেতে পারে।
ওসাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ মাও কমুরা বলছেন, এটাই প্রথম জৈব ক্রিস্টাল যার মধ্যে এমন ঘটনা পরিলক্ষিত হল। এই জৈব যৌগটার নাম হেটেরোঅ্যারোমেটিক ডাইকিটোন। সালফার আর অক্সিজেনও রয়েছে এই পদার্থের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 11 =