আল্ট্রাসাউন্ড পরীক্ষায় ৯৬% ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত মহিলাদের শনাক্ত

আল্ট্রাসাউন্ড পরীক্ষায় ৯৬% ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত মহিলাদের শনাক্ত

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ অক্টোবর, ২০২৪

 

মহিলাদের ডিম্বাশয়ে ক্যানসার প্রজননতন্ত্রের ক্যানসারগুলোর মধ্যে অন্যতম, আর প্রজননতন্ত্রর অন্য যেকোনো ক্যানসারের তুলনায় ডিম্বাশয়ের ক্যানসারে মৃত্যুর হার বেশি। দেখা গেছে ১৯৯০ থেকে ২০১৭ সালের মধ্যে এই ক্যানসারে বিশ্বব্যাপী মৃত্যু ৮৪.২% বৃদ্ধি পেয়েছে। আমেরিকায় মহিলাদের মধ্যে ডিম্বাশয়ের ক্যানসার স্ত্রীরোগ জনিত ক্যানসারের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। ৩০ শে সেপ্টেম্বর ল্যানসেট অনকোলজিতে প্রকাশিত গবেষণাপত্রে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ (এনআইএইচআর) -এর অর্থানুকূল্যে, বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুধা সুন্দরের নেতৃত্বে গবেষণায় মেনোপজ হয়ে যাওয়া মহিলাদের ডিম্বাশয়ের ক্যান্সার নির্ণয়ের জন্য বর্তমানে ব্যবহৃত সমস্ত পরীক্ষা তুলনা করা হয়েছে। গবেষণায় দেখা হয়েছিল বিভিন্ন টেস্টের মধ্যে কোন পরীক্ষা ক্যানসার কতটা নির্ভুলভাবে নির্ধারণ করতে পারছে। ছটা নির্ধারণকারী টেস্টের মধ্যে, IOTA ADNEX মডেল সবচেয়ে নির্ভুলভাবে ৯৬% ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত মহিলাদের শনাক্ত করতে পেরেছে। এই পরীক্ষায় মেনোপজ হয়ে যাওয়া মহিলাদের মধ্যে ৯৬% ক্ষেত্রে ডিম্বাশয়ের ক্যানসার আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা গেছে।
সুধা সুন্দর, বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গাইনোকোলজিক্যাল ক্যানসারের অধ্যাপক এবং স্যান্ডওয়েল এবং ওয়েস্ট বার্মিংহাম এনএইচএস ট্রাস্টের গাইনোকোলজিক্যাল ক্যানসার সার্জারির পরামর্শদাতা বলেছেন, প্রথমবার একই জনসংখ্যার মধ্যে ডিম্বাশয়ের ক্যানসার শনাক্ত করার জন্য প্রাপ্ত সমস্ত পরীক্ষা পদ্ধতি অধ্যয়ন করা হয়েছে। যারা এই ক্যানসারের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, সেই সমস্ত মহিলাদের ওপর এই টেস্টগুলো করা হয়েছিল। তাতে দেখা গেছে IOTA ADNEX আল্ট্রাসাউন্ড প্রোটোকল ক্যানসার নির্ণয় করার জন্য সবচেয়ে সংবেদনশীল। টার্গেট ওভারিয়ান ক্যানসারের চিফ এক্সিকিউটিভ, অ্যানওয়েন জোন্স ওবিই জানিয়েছেন, ডিম্বাশয়ের ক্যান্সারের প্রাথমিক নির্ণয় জরুরি। যত দ্রুত আর শুরুর দিকে ডিম্বাশয়ের ক্যানসার নির্ণয় করা যায় তার চিকিত্সা করা তত সহজ আর ফলাফলও তত বেশি সফল হবে। এই গবেষণায় ফলপ্রসূভাবে আল্ট্রাসাউন্ড ব্যবহার করে ডিম্বাশয়ের ক্যান্সার শনাক্ত করা যাচ্ছে। এই উদ্ভাবনী গবেষণার পাশাপাশি ডিম্বাশয়ের ক্যানসারের উপসর্গ নিয়ে মহিলাদের মধ্যে সচেতনতা বাড়ানো দরকার বলে তিনি মনে করেন। যাতে তারা তাড়াতাড়ি সর্বোত্তম চিকিৎসা গ্রহণ করতে পারেন। প্রশিক্ষণপ্রাপ্ত সোনোগ্রাফার এই টেস্ট করলে ক্যানসার নির্ধারণ আরও কার্যকরী হচ্ছে। তাছাড়া এই মডেল এতটাই সংবেদনশীল, যে মহিলারা বর্তমানে ক্যানসারে আক্রান্ত নন, তাদের ভবিষ্যতে ঝুঁকির সম্ভাবনা প্রকাশ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − twelve =