আশ্চর্য গ্রহাণুকে দেখতে যাবে নাসার উপগ্রহ

আশ্চর্য গ্রহাণুকে দেখতে যাবে নাসার উপগ্রহ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ এপ্রিল, ২০২২

নাসার হাবল টেলিস্কোপে প্রথম ধরা পড়েছিল গ্রহাণুটির ছবি। মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে রয়েছে গ্রহাণুটি। বিজ্ঞানীরা তারপর গ্রহাণুটিকে নিয়ে বহু গবেষণা চালিয়েছেন। গ্রহাণুটি তাদের কাছে বিশেষ আকর্ষণের বস্তু হয়ে ওঠার মূল কারণ এর মধ্যে এত রকমের দুর্মূল্য ধাতুর সমাহার দেখতে পাওয়া গিয়েছে যার সম্মিলিত অর্থমূল্য পৃথিবীর মোট অর্থমূল্যকেও ছাপিয়ে যাবে! বিজ্ঞানীরা বলছেন, গ্রহাণুটির ভেতর থাকা মোট ধাতুর সম্মিলিত অর্থমূল্য প্রায় ১০ হাজার কোয়াড্রিলিয়ন! যে কারণে, এই গ্রহাণুর নামকরণ হয়েছে ‘কুবেরের রত্নগুহা’! গ্রহাণুর বৈজ্ঞানিক নাম সাইকি-১৬। এত বছরের গবেষণার পর নাসা আর মার্কিন ধনকুবের এলন মাস্কের স্পেস এক্স যৌথ উদ্যোগে উপগ্রহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওই গ্রহাণুতে। আগামী ১ অগস্ট সেই মহাকাশযান রওনা দেবে গ্রহাণুর উদ্দেশে। বিজ্ঞানীদের বক্তব্য, সৌরজগৎ সৃষ্টির সময় একাধিক সংঘর্ষে এই গ্রহাণুর উৎপত্তি হয়েছিল।