আসছে করোনার পিল

আসছে করোনার পিল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ অক্টোবর, ২০২১

ওষুধ খেয়ে কি কোভিড-১৯ প্রতিরোধ করা সম্ভব? এই প্রশ্নের জবাব হয় না বলে চিকিৎসকেরা এড়িয়ে যেতেন। সেই অসম্ভবকেই সম্ভব করতে চলেছে ফাইজার। তারা বাজারে আনতে চলেছে নভেল অ্যান্টি-করোনাভাইরাস পিল।
ওই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ওই ওষুধটি এখন চূড়ান্ত পরীক্ষার স্তরে রয়েছে। ফাইজারের দাবি, তাদের মূল লক্ষ্য কোভিড-১৯ সংক্রমণকে প্রাথমিক পর্যায়েই নির্মূল করা।
এই নতুন ওরাল ওষুধটি সংক্রমণের শুরুতেই কাজ করবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। যেহেতু এটি বিশ্বব্যাপী তৈরি হওয়া প্রথম প্রতিরোধকমূলক কোভিড ওষুধগুলির মধ্যে একটি হতে চলেছে ফাইজারের ওই পিল।
এই ওষুধটি হল একটি ওরাল-অ্যান্টিভাইরাল ওষুধ যা প্রাথমিক পর্যায়ে ব্যবহার করলে সার্স-কোভ -২ (SARS-COV-2) ভাইরাসের কারণে হওয়া কোভিড সংক্রমণ রোধে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =