আসছে জল ছাড়া পরিষ্কারের সৌরপ্যানেল

আসছে জল ছাড়া পরিষ্কারের সৌরপ্যানেল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ মার্চ, ২০২২

একটা মাঝারি আয়তনের সৌরপ্যানেল পরিষ্কার করতে কতটা জল লাগে? বিশেষত, সেই সৌরপ্যানেলটি যদি কোনও রুক্ষ বা মরুভূমি অঞ্চলের কোথাও বসানো থাকে? বিশেষজ্ঞরা বলছেন, বছরে অন্তত ১০ বিলিয়ন গ্যালন জল! কারণ সোলার প্যানেলের ওপরে থাকা গ্রিডগুলোয় যে পরিমাণ ধুলো জমে (মরু অঞ্চলে আরও বেশি জমে) তাতে ব্রাশ দিয়ে ওপরের ধুলো সরিয়ে পর্যাপ্ত পরিমাণে জল না ঢাললে গ্রিড পরিষ্কার হয় না। বিশেষজ্ঞদের উদ্বেগ, যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তাতে আগামীদিনে বিশ্বজুড়ে জলের হাহাকার অবর্ণণীয় অবস্থায় পৌঁছে যাবে। পানীয় জলের অভাবের তীব্রতায় তখন সোলার প্যানেল পরিষ্কারের জন্য বছরে ১০ বিলিয়ন গ্যালন জল কি পাওয়া যাবে?
বিশেষজ্ঞদের উদ্বেগ দূর করতে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) গবেষকরা তৈরি করলেন এমন এক সোলার প্যানেল যা পরিষ্কার করতে জলের প্রয়োজন হবে না! এমনকী, মরুঝড়ে ঢেকে যাওয়া সোলার প্যানেলের ওপরের গ্রিডের ধুলো পরিষ্কার করতে ব্রাশেরও প্রয়োজন হবে না! গ্রিডের ওপর এমনভাবে ইলেক্ট্রোড বা সুক্ষ বৈদ্যুতিন তার এমনভাবে বসানো থাকবে যে তারের কম্পনে গ্রিডের ধুলো সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে এবং এই কাজটা হবে স্বয়ংক্রিয়ভাবে। কাউকে সুইচ-অন করতে হবে না পরিষ্কারের জন্য। অভিনব এই সোলার প্যানেল সম্পর্কিত গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা জার্নাল সায়েন্স অ্যাডভান্সে।