ইংল্যান্ডে জলপথ পর্যটনে হাইড্রো-ফেরির ভাবনা

ইংল্যান্ডে জলপথ পর্যটনে হাইড্রো-ফেরির ভাবনা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ এপ্রিল, ২০২২

উদ্দেশ্য গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো। সেই উদ্দেশে, গ্রেট ব্রিটেনের নদীগুলোতে জলপথ পর্যটনে হাইড্রো-ফেরি নামানো পরিকল্পনা করেছে সরকার। এমন ফেরি বা স্টিমার ব্যবহৃত হবে যার চলার উৎস হাইড্রোজেন শক্তি। শুধু যাত্রীবাহী স্টিমার নয়, পণ্যবাহী স্টিমারো হাইড্রোজেন শক্তিতে চালানোর পরিকল্পনা করেছে সরকার। প্রাথমিকভাবে, যাত্রীবাহী এই স্টিমার চালানোর ভাবনা সোয়ানসা থেকে ব্রিস্টল চ্যানেল দিয়ে ডেভন ও ওয়েলসের মধ্যে। সোয়ানসার কাউন্সিলের তরফে বলা হয়েছে, হাইড্রো-ফেরি সফলভাবে চালাতে পারলে জলপথে পর্যটন ও ব্যবসা দারুণভাবে সমৃদ্ধ হবে। একইসঙ্গে বায়ুদূষণও অনেক পরিমাণে কমানো যাবে। একইসঙ্গে কার্ডিফ থেকে ব্রিস্টলে জলপথে ‘ হাইড্রো ওয়াটার ট্যাক্সি’ চালু করার ভাবনাও সরকারের রয়েছে। কার্ডিফ থেকে ব্রিস্টলে জলপথে প্রত্যেকদিন কয়েকশো মানুষ যাতায়াত করেন। তেলবাহিত স্টিমার চলে আসছে সেই জলপথ পরিবহণ ব্যবস্থায়। তাতে বায়ুদূষণ বাড়ে বই কমে না। ‘হাইড্রো-ওয়াটার ট্যাক্সি’ চালাতে পারলে বায়ুদূষণ অনেক পরিমাণে কমে যাবে আর স্টিমারের সংখ্যাও বাড়ানো যাবে বলে কার্ডিফের কাউন্সিল জানিয়েছে। পশ্চিমবঙ্গ তথা ভারত এভাবে ভাবতে পারে না?