ইংল্যান্ডে বিরল ‘লাল পান্ডা’ শাবকের মৃত্যু

ইংল্যান্ডে বিরল ‘লাল পান্ডা’ শাবকের মৃত্যু

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ জুন, ২০২২

ইংল্যান্ডের ‘আইল অফ উইট’ দ্বীপপুঞ্জের এক জনপ্রিয় চিড়িয়াখানায় মৃত্যু হল বিরল প্রজাতির দুই লাল পান্ডা শাবকের! দুটি মেয়ে শাবকের একটির মৃত্যু হয়েছে ২ জুন। অন্য মেয়ে শাবকটির মৃত্যু হয়েছে ১২ জুন। চিড়িয়াখনার তরফে জানানো হয়েছে, শাবক দুটির জন্ম হয়েছিল ৩১ মে। জন্মের পর সম্পূর্ণ সুস্থ ছিল। এখন তাদের মা লাল পান্ডা, জিয়াও-কে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিড়িয়াখানার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুটি শাবকের মৃত্যু তাদের কাছে বিরাট এক ধাক্কা! কারণ লাল পান্ডা ইতিমধ্যে বিপন্ন এক প্রজাতির প্রাণী। চিন, ভারত, নেপাল, ভুটান আর মায়ানমারের পার্বত্য অঞ্চলেই একমাত্র এই প্রাণীকে দেখা যায়। তাও বর্তমানে এই প্রাণীর সংখ্যা এত কমে গিয়েছে যে দেখা যায় না বললেই চলে। মানসিকভাবে ভেঙে পড়া মা লাল পান্ডাকে পর্যবেক্ষণ করার জন্য সিসিটিভি লাগানো হয়েছে তার গাছের ডালে।