ইউরোপের সঙ্গে আর সহযোগিতা সম্ভব নয়: রসকমোস

ইউরোপের সঙ্গে আর সহযোগিতা সম্ভব নয়: রসকমোস

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩০ মার্চ, ২০২২

রুশ স্পেস এজেন্সির ডিরেক্টর দিমিত্রি রোগোজিন জানিয়ে দিলেন ইউরোপের সঙ্গে আর সম্ভব নয়। ইউক্রেন আক্রমণের জেরে ইউরোপ সমস্তরকমের বিধিনিষেধ আরোপ করেছে রাশিয়ার ওপর। তারই পরিপ্রেক্ষিতে রোগোজিনের এই মন্তব্য। যে বেসরকারি রুশ রকেট নির্মাতা সংস্থাগুলোর তৈরি করা রকেটে নিজেদের উপগ্রহগুলো চাপিয়ে মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপীয় স্পেস এজেসি, সেই বেসরকারি সংস্থাগুলোর উদ্দেশে রোগোজিনের নির্দেশ, অবিলম্বে রকেটগুলো ফিরিয়ে নিতে হবে। মস্কোর বন্ধু দেশ অথবা রাশিয়ার নিজের জন্যই রকেটগুলোকে ব্যবহার করা হবে। অন্তত ১০টি রকেট প্রস্তুত করা হয়েছিল ইউরোপীয় স্পেস এজেন্সির অধীনে বিভিন্ন বেসরকারি সংস্থার উপগ্রহ মহাকাশে পাঠানোর জন্য। ইউরোপীয় স্পেস এজেন্সি ইতিমধ্যে রসকমোসের সঙ্গে যৌথভাবে আয়োজিত নির্ধারিত এক্সোমিশন বাতিল করে দিয়েছে। ব্রিটিশ স্যাটেলাইট সংস্থা ওয়ান ওয়েব ইতিমধ্যে মার্কিন ধনকুবের এলন মাস্কের বেসরকারি স্পেস সংস্থা স্পেস এক্সের সঙ্গে চুক্তিবদ্ধ করেছে।