ইকুয়েডরের অ্যামাজনে বামন বোয়া

ইকুয়েডরের অ্যামাজনে বামন বোয়া

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১২ এপ্রিল, ২০২৩

লাতিন অ্যামেরিকার বেশ কয়েকটা দেশ জুড়ে রয়েছে অ্যামাজনের জঙ্গল। এবার ইকুয়েডরের অন্তর্ভুক্ত অ্যামাজন থেকে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন বোয়া সাপের একটা নতুন বামন প্রজাতি। একজন বিখ্যাত আদিবাসী প্রতিবাদীর নামে এই নতুন প্রজাতির নামকরণ করলেন বিজ্ঞানীরা।
লম্বায় বড়জোর ২০ সেন্টিমিটার। অজগরের মতো ‘আসল’ বোয়া সাপের মতোই গায়ের রঙ এই নতুন প্রজাতিরও। এই অজানা সাপের নাম দেওয়া হয়েছে – ট্রোপিডোফিস কাকুয়াঙ্গো। ইকুয়েডরে বিংশ শতকের শুরুর দিকে আদিবাসী অধিকারের জন্য লড়াই করেছিলেন দোলোরেস কাকুয়াঙ্গো। ওনার সম্মানেই ঐ দেশের পরিবেশ মন্ত্রক ঐ বামন বোয়ার প্রজাতির নাম দেওয়া হয়েছে।
গবেষকরা জানিয়েছেন, কলন্সো চালুপাস জাতীয় উদ্যান আর সুমাক কাওসে পার্কে দুটো নমুনা খুঁজে পাওয়া গেছে। ওনাদের ভাষায়, এই সাপের প্রজাতি এতই বোটপুরনো যে কোনও উপায়ে তাদের খুঁজে পাওয়া বা কোনও একটার সাথে মোলাকাত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গবেষক দলের মুখ্য সদস্য ছিলেন ইকুয়েডরের ন্যাশনাল বায়োডাইভার্সিটি ইন্সটিটিউটের প্রাণীবিজ্ঞানী মারিও ইয়ানেজ।
আবিষ্কারের খবর নিয়ে বিশদ বিবরণ প্রকাশ পেয়েছে ইউরোপিয়ান জার্নাল অফ ট্যাক্সোনমিতে।