উচ্চ রক্তচাপে বোধবুদ্ধির হানি 

উচ্চ রক্তচাপে বোধবুদ্ধির হানি 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ নভেম্বর, ২০২৫

নতুন এক গবেষণা জানাচ্ছে, উচ্চ রক্তচাপ প্রকাশ পাওয়ার অনেক আগে থেকেই ক্ষতি করতে থাকে। যে সময়ে রক্তচাপ প্রকটভাবে বাড়েনি, তারও বহু আগে থেকে এটি মস্তিষ্কের কোষ ও রক্তনালীগুলোর স্বাভাবিক গঠন ও কার্যকারিতা ব্যাহত করতে শুরু করে। যুক্তরাষ্ট্রের ওয়েইল কর্নেল মেডিসিনের বিজ্ঞানীদের প্রি-ক্লিনিক্যাল এই অনুসন্ধান বলছে, এ ধরনের প্রাথমিক ক্ষয়ই সম্ভবত ব্যাখ্যা করে কেন উচ্চ রক্তচাপ দীর্ঘমেয়াদে আলঝাইমার রোগের মতো সমস্যা বৃদ্ধির সঙ্গে দৃঢ়ভাবে সংযুক্ত। উচ্চ রক্তচাপ শুরু হওয়ার প্রথম কয়েক দিনের মধ্যেই মস্তিষ্কের বিভিন্ন কোষে জিন-ক্রিয়ায় পরিবর্তন দেখা যায়। প্রাথমিক পর্যায়ের পরিবর্তনগুলিই পরবর্তী সময়ের স্মৃতি ও চিন্তাগত দুর্বলতার ভিত্তি তৈরি করে দেয়। গবেষকরা মনে করেন, শুধু রক্তচাপ কমানো নয়, ভবিষ্যতের চিকিৎসা পদ্ধতিকে মস্তিষ্ককোষের সুরক্ষা ও জিনগত ভারসাম্য ধরে রাখার দিকেও নজর দিতে হবে। উচ্চ রক্তচাপের রোগীদের বোধবুদ্ধিগত সমস্যার ঝুঁকি অন্যদের তুলনায় ১.২ থেকে ১.৫ গুণ বেশি। কিন্তু এর সুনির্দিষ্ট কারণ এতদিন পরিষ্কার ছিল না। প্রচলিত অনেক উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর হলেও মস্তিষ্কের অবক্ষয় ঠেকাতে পারে না। চাপ বাড়ার আগেই রক্তনালীর গঠনগত ভাঙন ও কার্যকারিতার দুর্বলতা মস্তিষ্কে স্বতন্ত্র ক্ষতি ঘটায়। গবেষণা প্রধান ড. কস্তান্তিনো ইয়াদেকোলা জানান, “আমরা দেখেছি, রক্তচাপ বৃদ্ধির সূত্রপাতের মাত্র তিন দিনের মাথায়, রক্তচাপ বাড়ার আগেই, মস্তিষ্কের স্মৃতি-দুর্বলতা বা বৌদ্ধিক সমস্যা রোধের জন্য দায়ী কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়।” গবেষকরা, অ্যাঞ্জিওটেনসিন হরমোন ব্যবহার করে ইঁদুরে উচ্চ রক্তচাপ সৃষ্টি করেন, যা মানুষের শারীরক্রিয়ার মতোই রক্তচাপ বাড়ায়। গবেষকেরা দুই পর্যায়ে কোষগুলোর প্রতিক্রিয়া পরীক্ষা করেন। পরীক্ষার তৃতীয় দিনেই তিন ধরনের কোষ, যথা- এন্ডোথেলিয়াল সেল, ইন্টারনিউরন ও অলিগোডেনড্রোসাইট-এ জিন-ক্রিয়ায় বড় পরিবর্তন দেখা যায়। এন্ডোথেলিয়াল সেল দ্রুত “বয়স্ক” হয়ে পড়ে। এদের শক্তি-উৎপাদন ব্যবস্থা দুর্বল হয় এবং কোষের বার্ধক্য বাড়ে। মস্তিষ্কের সঙ্গে রক্তপ্রবাহের বেড়াটি দুর্বল হওয়ার লক্ষণ স্পষ্ট হয়। ইন্টারনিউরন, যা মস্তিষ্কে উত্তেজক ও প্রতিবন্ধী সংকেতের ভারসাম্য বজায় রাখে, তাও ক্ষতিগ্রস্ত হয়। ফলে সিনপটিক ভারসাম্য বিঘ্নিত হয়—যা আলঝাইমারের মতো রোগের লক্ষণ। অন্যদিকে সুরক্ষাকারী জিন অলিগোডেনড্রোসাইট মাইলিন যথাযথভাবে সক্রিয় হতে পারে না। ফলে দীর্ঘমেয়াদে নিউরনগুলোর মধ্যে সংকেত পরিবহন বাধাগ্রস্ত হয় এবং বোধবুদ্ধিগত দুর্বলতা তৈরি হয়। ৪২তম দিনের মাথায় এসব পরিবর্তন তীব্রতর হয় এবং বোধবুদ্ধির অবনতি স্পষ্ট হয়ে ওঠে। পরবর্তীতে, প্রচলিত রক্তচাপ কমানোর ওষুধ লোসারটান দেওয়া হলে, ইঁদুরের এন্ডোথেলিয়াল সেল ও ইন্টারনিউরনের প্রাথমিক ক্ষতি আংশিকভাবে মেরামত হয়। মানুষের ওপর চালিত কিছু গবেষণাও ইঙ্গিত দেয় যে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার শ্রেণির ওষুধ অন্যান্য রক্তচাপ-নিয়ন্ত্রক ওষুধের তুলনায় বোধবুদ্ধিগত সুরক্ষায় বেশি উপকারী হতে পারে। ইয়াদেকোলা দলের পরবর্তী লক্ষ্য হলো, কীভাবে মাইক্রোভাসকুলারের অকাল বার্ধক্য ইন্টারনিউরন ও অলিগোডেনড্রোসাইটে ত্রুটি সৃষ্টি করে, তার সুনির্দিষ্ট পথটি খুঁজে বের করা। তাঁদের আশা, ভবিষ্যতের গবেষণা উচ্চ রক্তচাপ জনিত বৌদ্ধিক ক্ষয় প্রতিরোধ করা বা তাকে বিপরীতমুখী করার কার্যকর পদ্ধতি উদ্ভাবনে সহায়ক হবে।

 

সূত্র: “Hypertension-induced neurovascular and cognitive dysfunction at single-cell resolution” by Samantha M. Schaeffer, Anthony G. Pacholko, Monica M. Santisteban, Sung Ji Ahn, Gianfranco Racchumi, Gang Wang, Laibaik Park, Giuseppe Faraco, Josef Anrather and Costantino Iadecola, 14 November 2025, Neuron.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =