উড়ন্ত নৌকা পরিষেবা চালু

উড়ন্ত নৌকা পরিষেবা চালু

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ জুন, ২০২২

উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে চালু হল বিশ্বের প্রথম পরিবেশ-বান্ধব উড়ন্ত নৌকা পরিষেবা। দেখলে মনে হবে জলে ভেসে নয়, জলের উপর দিয়ে উড়ে চলছে নৌকাটি। দেখলে মনে হবে জলে ভেসে নয়, জলের উপর দিয়ে উড়ে চলছে নৌকাটি। আসলে নৌকটির তলায় বিশেষ হাইড্রোফয়েল ডানা রয়েছে যা ব্লেডের মতো নৌকার নীচে সংযুক্ত।

আসলে নৌকটির তলায় বিশেষ হাইড্রোফয়েল ডানা রয়েছে যা ব্লেডের মতো নৌকার নীচে সংযুক্ত।
রানওয়েতে যে ভাবে একটি বিমান টেক অফ করে, জলের নীচে থাকা ডানাগুলি নৌকাটিকে সেই ভাবেই তুলে ধরে। রানওয়েতে যে ভাবে একটি বিমান টেক অফ করে, জলের নীচে থাকা ডানাগুলি নৌকাটিকে সেই ভাবেই তুলে ধরে। যত গতি বাড়বে, দেখে মনে হবে নৌকটি জলের উপরে উড়ছে। যত গতি বাড়বে, দেখে মনে হবে নৌকটি জলের উপরে উড়ছে। এই নৌকার ওজন ১০ টন এবং এর সর্বোচ্চ গতি ৬৩ কিলোমিটার প্রতি ঘণ্টা।
এই নৌকার ওজন ১০ টন এবং এর সর্বোচ্চ গতি ৬৩ কিলোমিটার প্রতি ঘণ্টা।
নৌকাটি ১২ জন যাত্রী বহন করতে সক্ষম। তবে এর থেকে কম যাত্রীবহণকারী নৌকাও বাজারে আনবে নির্মাতা সংস্থাটি। নৌকাটি ১২ জন যাত্রী বহন করতে সক্ষম। তবে এর থেকে কম যাত্রীবহণকারী নৌকাও বাজারে আনবে নির্মাতা সংস্থাটি।