উত্তরবঙ্গের জঙ্গলে ফের বাঘ

উত্তরবঙ্গের জঙ্গলে ফের বাঘ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ জুন, ২০২২

উত্তরবঙ্গের নেওড়া ভ্যালির জঙ্গলে আবার মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের হদিস। রবিবার বন দফতর তার ছবি প্রকাশ করতেই খুশির হাওয়া পরিবেশপ্রেমী মহলে। ২০১৮ সালের পর থেকে এই নিয়ে পাঁচ বার রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল কালিম্পং জেলার নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে। বিশেষজ্ঞদের মতে নেপাল-ভুটান থেকে বার বার নেওড়া ভ্যালিতে নেমে আসছে বাঘেরা। এর কারণ, নেওড়া ভ্যালিকে নিজেদের বাসযোগ্য বলে মনে করছে বাঘেরা। বাঘ সংরক্ষণের জন্য এ রকম জঙ্গলগুলি থেকে পর্যটন কেন্দ্র সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন পরিবেশপ্রেমীরা। নেওড়া ভ্যালির গভীর জঙ্গলে বন দফতরের পাতা ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে পূর্ণবয়স্ক এই বাঘটির ছবি। বন দফতরের মত, স্বাভাবিক পরিবেশ এবং খাবার পেয়ে সংসার পেতে বসেছে বাঘটি।