উত্তর আমেরিকার উত্তাপ ও এশিয়ার বর্ষা

উত্তর আমেরিকার উত্তাপ ও এশিয়ার বর্ষা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়ার বর্ষা শুধুমাত্র ধরিত্রীর বুকে অধঃক্ষিপ্ত বারিধারা নয়, এ হল কোটি কোটি মানুষের জীবনধারা। ধানখেতের ফসল, নদীর স্রোত, জলের জোগান সবকিছু নির্ভর করে এই *মৌসুমি* বৃষ্টির ওপর। এতদিন বিজ্ঞানীরা ভেবেছিলেন বর্ষার মূল নিয়ন্ত্রক হলো হিমালয় আর তিব্বত মালভূমি। কিন্তু নতুন গবেষণা জানাল এক বিস্ময়কর তথ্য—দূরবর্তী উত্তর আমেরিকার উত্তাপও এশিয়ার বর্ষাকে শক্তি জোগায়।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ও চীনের বিজ্ঞান একাডেমির গবেষকরা জলবায়ু মডেল বানিয়ে পৃথিবীকে প্রথমে জলমণ্ডল হিসেবে ধরলেন। তারপর তাতে একে একে মহাদেশ যোগ করতে শুরু করলেন। আফ্রিকা সামান্য বৃষ্টি বাড়াল, অস্ট্রেলিয়া বা অ্যান্টার্কটিকা তেমন কিছুই করল না। কিন্তু উত্তর আমেরিকা যোগ হতেই বিস্ময়কর পরিবর্তন—এশিয়ার বর্ষা প্রায় ২৫% বেশি শক্তিশালী হয়ে উঠল।
কেন এমন হলো? গ্রীষ্মে উত্তর আমেরিকার ভূমি প্রচণ্ড উত্তপ্ত হয়। এই তাপ বায়ুচাপকে কমিয়ে প্রশান্ত মহাসাগরে উচ্চচাপকে আরও শক্তিশালী করে। ফলে বাতাস জোরে এশিয়ার দিকে ধাবিত হয়, সঙ্গে আনে সাগরের আর্দ্রতা। আর তারই ফল ভারী বর্ষণ। বিজ্ঞানীরা একে ব্যাখ্যা করেন রডওয়েল হসকিন্স তত্ত্ব দিয়ে। এতে বলা হয় এক অঞ্চলের উত্তাপ সারা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢেউ তৈরি করে দূর দেশে ঝড়-বৃষ্টি বাড়ায় বা কমায়।

তিব্বত মালভূমি বর্ষার প্রধান চালক হলেও উত্তর আমেরিকার প্রভাব অবহেলার নয়। পূর্ব এশিয়ার বৃষ্টিতে এর অবদান প্রায় অর্ধেক। আর ভারতের ক্ষেত্রে কখনও কখনও তিব্বতের চেয়েও বড় ভূমিকা নেয়।
মডেল পরীক্ষায় দেখা গেছে,
সমুদ্রের তাপমাত্রা অপরিবর্তিত রাখলে প্রভাব কমে যায়। কিন্তু ভূমির প্রভাব আলাদা করলে আবার বর্ষা বেড়ে ওঠে। অর্থাৎ ভূমিই আসল চালিকাশক্তি। এ কারণেই উত্তর আমেরিকার বনভূমি ধ্বংস, চাষাবাদ কিংবা শহরায়ন সবই এশিয়ার বর্ষায় প্রভাব ফেলতে পারে।
প্রায় ১০ কোটি বছর আগে উত্তর আমেরিকার বড় অংশ সাগরের নীচে ছিল। তখন এশিয়ার বর্ষা দুর্বল ছিল। পরে ভূমি উঁচু হয়ে উঠে উত্তপ্ত হলে বর্ষা শক্তিশালী হয়। ইতিহাস তাই সাক্ষ্য দিচ্ছে মহাদেশের পরিবর্তন মানেই বর্ষার রূপ বদল। আজ সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে মানুষের কাজকর্ম।
গবেষকদের ভাষায়, পৃথিবীর জলবায়ু এক সুতোয় বাঁধা। এক প্রান্তে সামান্য পরিবর্তন অন্য প্রান্তে ঝড় ডেকে আনে। এশিয়ার বর্ষা কোটি মানুষের খাদ্য জোগালেও কখনও কখনও ভয়াবহ বন্যা ডেকে আনে। তাই উত্তর আমেরিকার ভূমি ও জলবায়ুর পরিবর্তন এশিয়ার কৃষি ও জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে।

বর্ষা কেবল হিমালয় বা তিব্বতের দান নয়, বরং দূরবর্তী মহাদেশের উত্তাপও এর রূপ নির্ধারণ করে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন আর ভূমি ব্যবহার যত বাড়বে, উত্তর আমেরিকার উত্তাপ কেবল সেখানেই সীমাবদ্ধ থাকবে না, বাতাসের স্রোতে ভেসে গিয়ে ঠিক করবে এশিয়া বৃষ্টিতে সমৃদ্ধি পাবে নাকি দুর্যোগের মুখে পড়বে।

সূত্র: The role of the North American continent in strengthening the Asian summer monsoon by
Linlin Chen, et.al;
Science Advances (5 Sep 2025) (Vol 11, Issue 36).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 4 =