উত্তর কোরিয়ার তীব্র খরা সামলাচ্ছেন সরকারি কর্মচারীরা!

উত্তর কোরিয়ার তীব্র খরা সামলাচ্ছেন সরকারি কর্মচারীরা!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ মে, ২০২২

উত্তর কোরিয়ায় তীব্র খরা। সৃষ্টি হয়েছে খাদ্যসংকটের। এই অবস্থায় চাষীদের সঙ্গে হাত মিলিয়ে সংকটের মোকাবিলা করতে দেশের সরকারি কর্মচারীদের নির্দেশ দিলেন রাষ্ট্রনেতা কিম জং উন। ২০২০-তে করোনা ভাইরাসের পর থেকে ধুঁকতে থাকা দেশের অর্থনীতি ও খাদ্যসংকট কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল গতবছর। কিন্তু এবছরের শুরু থেকেই প্রবল খরায় আক্রান্ত উত্তর কোরিয়া। স্থানীয় সংবাদপত্রের দেওয়া খবর অনুযায়ী দেশের সমস্ত চাষের অঞ্চলগুলোতে বন্ধ হয়ে যাওয়া পাম্পিং স্টেশনগুলো মেরামত করা এবং নদীগুলো থেকে জল আনার পরিবর্ত ব্যবস্থা চালু করতে সরকারি কর্মচারী এবং কারখানায় কর্মরত ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছে চাষীদের সঙ্গে যোগ দিতে, তাদের কাছে সমস্যার কথা শুনে খরাজনিত সংকটের সমাধান করতে। দেশের আবহাওয়া দফতর জানিয়েছে, এপ্রিলে গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ৪৪ শতাংশ। সরকারি কর্মচারীদের পাশাপাশি দেশের তরুণ প্রজন্মকেও নির্দেশ দেওয়া হয়েছে নদীগুলো থেকে খাল কেটে প্রচুর জমিতে জল আনার ব্যবস্থায় চাষীদের সহায়তা করতে। মার্চেই সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের তরফে উত্তর কোরিয়াকে অনুরোধ করা হয়েছিল দেশের সীমানাগুলোকে খুলে দেওয়ার জন্য। যাতে খাদ্যসংকট মেটানোর জন্য বাইরের দেশগুলো থেকে খাবার সরবরাহ করা যায়। কিন্তু কিম জং উন সেই অনুরোধে সাড়া দেননি।