উদ্ধার সমুদ্রের সবচেয়ে গভীরে থাকা ধ্বংসাবশেষ

উদ্ধার সমুদ্রের সবচেয়ে গভীরে থাকা ধ্বংসাবশেষ

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ২ জুলাই, ২০২২

জাহাজের নাম স্যামুয়েল বি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিলিপিন্সের সমুদ্রে ডুবে গিয়েছিল এই মার্কিন যুদ্ধজাহাজ। ৭৮ বছর তার ধ্বংসাবশেষ। ৬ হাজার ৮৯৫ মিটার গভীরে! এখনও পর্যন্ত সমুদ্রের সবচেয়ে গভীর থেকে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ! আমেরিকার এক অভিযাত্রী দল টানা আটদিন অভিযানের পর এই ধ্বংসাবশেষ খুঁজে পায়। ক্যালাডান ওশানিক নামক একটি সংস্থার কর্নধার ভিক্টর ভেসকোভো, সোনার বিশেষজ্ঞ জেরেমি মোরিজেট এই জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করেন। ভিক্টরই, এই জাহাজের ছবি প্রকাশ্যে আনেন। সামরিক ও অসামরিক মানুষ মিলিয়ে জাহাজে ২২৪ জন অভিযাত্রী ছিলেন। আশ্চর্যজনকভাবে ক্যাপ্টেন রবার্ট কোপল্যান্ড ছাড়া বাকিরা সকলেই বেঁচে মারা যান। এর আগে ২০২১-এ এই অভিযাত্রীর দল ইউএসএস জনস্টন নামের আর একটি জাহজ উদ্ধার করেছিল সমুদ্রের ৬৫০০ মিটার গভীর থেকে। সেটাই এতদিন ছিল সমুদ্রের সবচেয়ে গভীর থেকে ধ্বংসাবশেষ উদ্ধার।