উপগ্রহের ক্যামেরায় বাতাসের মিথেন গ্যাসের ছবি

উপগ্রহের ক্যামেরায় বাতাসের মিথেন গ্যাসের ছবি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ ফেব্রুয়ারী, ২০২২

গতবছর গ্লাসগোয় ক্লাইমেট চেঞ্জিং সম্মেলনে ১০০-র বেশি দেশের রাষ্ট্রপ্রধানদের প্রতিশ্রুতি ছিল ২০৩০-এর মধ্যে বিষাক্ত মিথেন গ্যাস নির্গমন শূন্যের কাছাকাছি নামিয়ে আনা হবে। সম্প্রতি স্যাটেলাইটের ছবিতে ধরা পড়ে গিয়েছে সেই মিথ্যে প্রতিশ্রুতির ছবি! পৃথিবীর বিভিন্ন দেশের তেল ও প্রাকৃতিক গ্যাস শিল্পাঞ্চল থেকে বাতাসে বিষাক্ত মিথেন গ্যাস নির্গমনের ছবি। বিশাল অঞ্চলের ছবি উপগ্রহ তুলেছে। কোথাও কোথাও টানা ২০০ মাইল জুড়ে বাতাসে ঘন মিথেন গ্যাসের ছবি। বিজ্ঞানীরা বলছেন, এভাবে মিথেন গ্যাস নির্গমন হতে থাকলে বিশ্ব উষ্ণায়ন আর কীভাবে কমানো সম্ভব? গতবছরই একটি সমীক্ষায় বলা হয়েছিল বর্তমানে পৃথিবীর তাপমাত্রা ৩০ থেকে ৫০ শতাংশ যে বেড়ে গিয়েছে তার অন্যতম কারণ মিথেন গ্যাস নির্গমন। ২০১৯-২০-তে এই ছবি তোলা হয়েছিল। পৃথিবীর বিভিন্ন দেশের তেল ও গ্যাস কোম্পানিগুলো থেকে মিথেন গ্যাস বেরিয়ে আসার পরিমাণ, বিজ্ঞানীদের মতে মোটের ১২ শতাংশ! বিজ্ঞানীরা একে বলছেন লার্জেস্ট অফ দ্য লিকস’!