উপগ্রহ পৌঁছল না ঠিক স্থানে

উপগ্রহ পৌঁছল না ঠিক স্থানে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ আগষ্ট, ২০২১

যান্ত্রিক গোলযোগের জন্য নির্দিষ্ট কক্ষপথেই পৌঁছতে পারলনা ইসরোর কৃত্রিম উপগ্রহ।
শ্রীহরিকোটা থেকে আকাশে উঠেছিল নির্দিষ্ট সময়েই। কিন্তু আশা পূরন হল না। যে কক্ষপথে ওই উপগ্রহকে স্থাপন করার কথা ছিল তা সম্ভব হল না। বৃহস্পতিবার এই খবর টুইট করে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এদিন সকাল ৫টা ৪৩ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে ইওএস-০৩ নামের উপগ্রহটি মহাকাশের দিকে তার যাত্রা শুরু করে। যে রকেটের মাধ্যমে এই উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করার কথা ছিল তার যান্ত্রিক ত্রুটির জন্য চন্দ্রযান -২ য়ের পরে ইসরোর এই আরও একটি মহাকাশ অভিযান ব্যর্থ হল। এদিন সাতসকালে সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে সফলভাবেই ছাড়া হয়েছিল এই ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট’। টুইট করে তা জানায় ইসরো। কিন্তু সাফল্য মিলিয়ে গেল ঘন্টাখানেক পরের অন্য একটি বার্তায়। তাতে জানানো হয়, উৎক্ষেপণের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে গতিপথ স্বাভাবিক থাকলেও, ক্রায়োজেনিক পর্যায়ে পৌঁছতে পারেনি এই উপগ্রহ। তার আগেই যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে। তাই এই উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা গেল না।