বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩০ সেপ্টেম্বর, ২০২১
চারপেয়ে তিমি!
অবশ্বাস্য ব্যাপার। কিন্তু ইজিপ্টের একদল জীবাশ্মবিদ লন্ডনের রয়্যাল সোসাইটি জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধে এমন বিস্ময়কর দাবি করেছেন। ২০০৮ সালে ইজিপ্টের পরিবেশ-বিজ্ঞানীরা সে দেশের পশ্চিমপ্রান্তের তিমি উপত্যকা বা ‘ওয়াডি আল-হিতান’ থেকে আবিষ্কার করেছিলেন প্রাগৈতিহাসিক প্রাণীর ফসিল। ২০১৭ থেকে সেই জীবাশ্মের ওপর গবেষণা করে জীবাশ্মবিদরা সিদ্ধান্তে আসেন, ৪ কোটি ৩০ লক্ষ বছর আগে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াত ঐ চারপেয়ে তিমি, যা আজকের তিমির পূর্বপুরুষ। গবেষকদলের সদস্য জীবাশ্মবিদ হেশাম সালাম বলেন, তিমির পূর্বপুরুষরা ছিল উভচর। জলে ও ডাঙায় উভয় জায়গাতেই ছিল তাদের রাজত্ব।
কিভাবে একটি উভচর প্রাণী কেবল জলচর হয়ে উঠলো তা জানতে পারলে হয়তো সমগ্র প্রাণীজগতের বিবর্তনের ধারাকে নতুন করে জানা সম্ভব।
চিত্র ঋণ – গেটি ইমেজ