
জলবায়ু পরিবর্তনের অভিঘাত, কেবলমাত্র হিমবাহ গলা কিংবা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতেই সীমাবদ্ধ নেই। সাগরের জটিল জীববৈচিত্র্যেও এর প্রতিফলন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। সাম্প্রতিক গবেষণা বলছে, তাপমাত্রা বৃদ্ধির ফলে ক্লাউনফিশ ও অ্যানেমোনির (প্রবাল ও জেলিফিশ গোত্রের ফুল-সদৃশ সামুদ্রিক প্রাণী ) মধ্যে যে সহাবস্থান, তা ভেঙে পড়ার মুখে। ফলে সামুদ্রিক পরিবেশে দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা রয়েছে।
অধিকাংশ মানুষ অ্যানিমেশন চলচ্চিত্র “Finding Nemo”-র মাধ্যমে এই ক্লাউনফিশকে চেনেন। এরা সাধারণত উষ্ণমণ্ডলীয় প্রবালপ্রাচীর অঞ্চলে অ্যানেমোনির সঙ্গে বসবাস করে। এই সম্পর্ককে জীববিজ্ঞানের ভাষায় বলা হয় ‘পারস্পরিক সহাবস্থান’। অ্যানেমোনির বিষাক্ত কর্ষিকা থেকে ক্লাউনফিশ নিরাপত্তা পায়। কারণ অন্যান্য শিকারিরা সেখানে প্রবেশ করতে সাহস করে না। অন্যদিকে ক্লাউনফিশ অ্যানেমোনিকে খাবার সংগ্রহে সাহায্য করে। তারা বর্জ্য থেকে প্রয়োজনীয় নাইট্রোজেন সরবরাহ করে, যা অ্যানেমোনির বাড়বৃদ্ধিতে সহায়ক। কিন্তু সমুদ্রের ক্রমবর্ধমান তাপমাত্রা এই ভারসাম্যকে নষ্ট করছে। গবেষকরা দেখেছেন, অস্বাভাবিক তাপদাহের সময়ে অ্যানেমোনি ‘ব্লিচিং’-এর শিকার হয়। তখন অ্যানেমোনির দেহ থেকে সহবাসী শৈবাল বেরিয়ে যায়। ফলে অ্যানেমোনি দুর্বল হয়ে পড়ে। আর এরই প্রতিক্রিয়া সরাসরি ক্লাউনফিশের উপর পড়ে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অ্যানেমোনির আয়ুষ্কাল ও প্রজননক্ষমতা কমে যায়। ফলত ক্লাউনফিশের আশ্রয়স্থল সংকুচিত হয়। অন্যদিকে উষ্ণ সমুদ্রে ক্লাউনফিশের প্রজনন আচরণও পরিবর্তিত হচ্ছে। ডিমের সংখ্যা কমে যাচ্ছে, বাচ্চা ফোটার হার হ্রাস পাচ্ছে। ফরাসি পলিনেশিয়ার প্রবালপ্রাচীরে পরিচালিত দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণে, বিজ্ঞানীরা দেখছেন সাম্প্রতিক তাপদাহের পর বহু অ্যানেমোনি মারা গেছে। ফলে সেখানে বসবাসকারী ক্লাউনফিশের জনসংখ্যা হঠাৎ করে কমে গেছে। এমনকি কিছু অঞ্চলে জনসংখ্যা ৭০ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়ার আশঙ্কা । এই প্রবণতা অব্যাহত থাকলে কেবল একটি প্রজাতিই নয়, বস্তুত সমগ্র বাস্তুতন্ত্র ঝুঁকির মুখে পড়বে। কারণ, অ্যানেমোনি ও ক্লাউনফিশ একসঙ্গে প্রবালপ্রাচীরের জীববৈচিত্র্যের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের পতন অন্য মাছ ও সামুদ্রিক প্রাণীদের জন্যও ক্ষতিকর প্রভাব ফেলবে। এদের আচরণ ও জনসংখ্যার পরিবর্তন দেখে সামুদ্রিক পরিবেশের স্বাস্থ্যের অবস্থান বোঝা যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণা প্রমাণ করছে, বিশ্ব জলবায়ু নীতিতে বিষয়টি নতুন করে গুরুত্ব পাওয়ার যোগ্য। স্থানীয় পর্যায়ে সংরক্ষণ প্রচেষ্টা- যথা সামুদ্রিক সংরক্ষিত এলাকা গঠন – যেমন জরুরি, তেমনই বিশ্ব স্তরে কার্বন নিঃসরণ কমানো এর একমাত্র সমাধান । বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে না আনতে পারলে এই অনন্য সহাবস্থান টিকে থাকা কঠিন। সেক্ষেত্রে সামুদ্রিক জীব বৈচিত্রের বাস্তুতন্ত্র ঠিক রাখাও কঠিন হয়ে পড়বে।
সূত্র : Near complete local extinction of iconic anemonefish and their anemone hosts following a heat stress event by
Morgan F. Bennett-Smith, et.al ; NPJ Biodiversity (12 September 2025)