উষ্ণায়নে লক্ষ মানুষ বিদ্যুৎহীন হবে আমেরিকায়

উষ্ণায়নে লক্ষ মানুষ বিদ্যুৎহীন হবে আমেরিকায়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ মার্চ, ২০২২

কলোরেডো নদী থেকে সৃষ্ট পাওয়েল হ্রদ। আমেরিকার পশ্চিমে, মেক্সিকো, অ্যারিজোনা, নেভাদা, ক্যালিফোর্নিয়ার মত গুরুত্বপূর্ণ প্রদেশগুলোর কাছে পাওয়েল হ্রদ অপরিহার্য একটি হ্রদ। কারণ এই বিশাল অঞ্চলটিতে বিদ্যুৎ সরবরাহের প্রধান উৎস এই হ্রদ। প্রায় ৫০ বছর আগে মার্কিন সরকার গ্র্যান্ড ক্যানিয়নে কলোরেডো নদী থেকে তৈরি হওয়া পাওয়েল হ্রদের ওপর তৈরি করেছিলেন গ্লেন ক্যানিয়ন বাঁধ। হ্রদের চারপাশে বসানো রয়েছে অনেকগুলো টারবাইন। বিশ্ব উষ্ণায়নে সেই হ্রদের জল কমে যাচ্ছিল প্রত্যেক বছর। এবছর সেই জল এতটা কমে গিয়েছে যে টারবাইনগুলোর ঘোরা বন্ধ হয়ে গিয়েছে! নিউ মেক্সিকোর ওয়াটার রিসোর্স প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর জন ফ্লেক তো বলেই দিয়েছেন, “পাওয়েল হ্রদের জলের স্তর এবছর নেমে গিয়েছে ৩৫২৫ ফুট! গত ৫০ বছরে যা রেকর্ড। টারবাইন ঘোরা বন্ধ হয়ে গিয়েছে। পশ্চিম আমেরিকার বিশাল অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ এবার বিদ্যুৎহীন হয়ে পড়বে।” নিউ মেক্সিকো অঞ্চলের প্রশাসনিক কর্তারা অবশ্য আশাবাদী আগামী কয়েক মাসে পাহাড়ে বরফ গলবে এবং পাওয়েল হ্রদেও জলস্তর বাড়বে।