উষ্ণায়নে স্বাস্থ্য সুরক্ষারও ভূমিকা আছে

উষ্ণায়নে স্বাস্থ্য সুরক্ষারও ভূমিকা আছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ নভেম্বর, ২০২১

পাখি পড়ার মত, এক কথা বলে যাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা, চিকিৎসকরা। গ্লাসগোয় ক্লাইমেট চেঞ্জিং সামিটে আবার সেই এক কথা আওড়ালেন সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের কর্তারা। পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামাতে পারলে সেটা কিন্তু কোভিড-১৯-এর চেয়েও বিপজ্জনক হয়ে আসছে আগামীদিনে। তবে রাষ্ট্রপুঞ্জের কর্তাদের আলোচনায় একটা নতুন দিক বেরিয়ে এল। তা হল উন্নত দেশগুলোতে স্বাস্থ্য সুরক্ষার যে পরিকাঠামো এবং ব্যবস্থা রয়েছে সেখান থেকেও নির্গমন হয় পৃথিবীর মোট কার্বন ডাই অক্সাইড নিঃসরণের ৫ শতাংশ! রাষ্ট্রপুঞ্জে স্বাস্থ্য দফতরের সহ-সচিব র্যািচেল লেভিন বলেছেন, “স্বাস্থ্য ব্যবস্থা ও পরিকাঠামো থেকেও যে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ হয় সেটা আমাদের বোঝা উচিত এবং এবার থেকে বলাও উচিত।” রাষ্ট্রপুঞ্জের কর্তাদের মতে স্বাস্থ্য পরিকাঠামো এবং ব্যবস্থায় কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের প্রধান রিসোর্স মেডিক্যাল গুডসের উৎপাদন ও ট্রান্সপোর্ট। একইসঙ্গে হাসপাতাল ও ক্লিনিকগুলোর কাজকর্ম। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে একাধিক দেশের সরকার জানিয়েছে তারা তাদের নিজেদের স্বাস্থ্য ব্যবস্থায় কার্বন নিঃসরণ যাতে আর না হয় সেই নিয়ে প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রসঙ্গে সামিতে ফিজির রাষ্ট্রদূত সত্যেন্দ্র প্রসাদের বক্তব্য, প্রবল ঘূর্ণিঝড় আর বন্যা হলে তখন সম্ভব হয় না স্বাস্থ্য ব্যবস্থাকে কার্বন-ডাই অক্সাইড মুক্ত করে রাখা। তার আরও দাবি, উন্নত দেশগুলো আর্থিক অনুদান না দিলে গরিব দেশগুলো তাদের স্বাস্থ্য পরিকাঠামোকে কীভাবে উন্নত করবে যেখান থেকে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ কমিয়ে ফেলা যাবে। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু-এর) রাষ্ট্রদূত। তার দাবি বছরে ধনী ও উন্নত দেশগুলো যদি অন্তত ১০০ বিলিয়ন মার্কিন ডলার অনুদান না দেয় গরিব দেশগুলোকে তাহলে স্বাস্থ্য পরিকাঠামো ও ব্যবস্থাকে কার্বন মুক্ত করা প্রায় অসম্ভব হয়ে যাবে।
চিকিৎসকদের পর্যবেক্ষণ, কোভিড-১৯ ভয়ঙ্কর এক অসুখ। কিন্তু বিশ্ব উষ্ণায়ন আরও ভয়ঙ্কর! আগামী ৫০ বছরে এই উষ্ণায়ন অনেক প্রাণ নিয়ে নেবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 5 =