বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ সেপ্টেম্বর, ২০২১
চিলির আটাকামা মরুভূমিতে বিজ্ঞানীরা জুরাসিক যুগের ডাইনোসরের ফসিল খুঁজে পেয়েছেন। এগুলিকে সাধারণত ফ্লাইং ড্রাগন বলে চিহ্নিত করা হয়। এতদিন জানা ছিল এই ডাইনোসর মূলত উত্তর গোলার্ধের প্রজাতি। চিলির মরুভূমিতে পাওয়া এই সন্ধান সে ধারণা ভেঙে দিল। ফসিল গবেষণায় জানা গেছে প্রজাতিটির খুবই তীক্ষ্ণ ডানা ও লেজ ছিল। আরোও জানা গেছে ১৬ কোটি বছর আগে প্রেটোসাস যুগের প্রথম পর্যায়ে এই সরীসৃপ প্রজাতিটি বসবাস করত।