স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে মায়েরা তাদের বাচ্চাদের যত্ন নেয়। পুষ্টির জোগান দেয় মায়েরা। মায়ের দুধ খেয়ে নবজাতকরা পুষ্টি পায়। বেড়ে ওঠার জন্য ক্যালসিয়াম আসে মায়ের শরীরের হাড় থেকে। শরীর থেকে ক্যালসিয়াম চলে যাওয়ার পরও মায়েদের হাড় কিন্তু ভঙ্গুর হয় না। এই রহস্যের সমাধানে বহুকাল লেগে ছিলেন বিজ্ঞানীরা। সম্প্রতি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোর (ইউসিএসএফ) গবেষকরা মনে করছেন তারা রহস্যের সমাধান করেছেন। গবেষকরা স্ত্রী-ইঁদুরের শরীরে একটি সম্পূর্ণ নতুন হরমোন আবিষ্কার করেছেন যা আশ্চর্যজনকভাবে শক্তিশালী এবং ঘনত্ব বেশি এমন হাড়ের বৃদ্ধিকে প্রভাবিত করে। স্নায়ুবিজ্ঞানীরা এই হরমোনের নাম দিয়েছেন ম্যাটারনাল ব্রেন হরমোন (এমবিএইচ)। তবে এই হরমোনটি সমস্ত বয়স এবং লিঙ্গের ইঁদুরের মধ্যে মজবুত এবং সুস্থ হাড় গঠনে সাহায্য করে। গবেষণা ক্ষেত্রে পুরুষ মস্তিষ্ক নিয়েই বেশিরভাগ অধ্যয়ন হয়েছে। প্রকাশিত নিউরোইমেজিং গবেষণার মাত্র ২% সেক্স স্টেরয়েডের মতো হরমোনজনিত কারণগুলো পরীক্ষা করেছে।
মেয়েদের শরীরে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পরিপূর্ণ হয়ে ওঠা থেকে সন্তানধারণ করা— সব কিছুতেই ইস্ট্রোজেন হরমোনের ভূমিকা রয়েছে। প্রজননের সঙ্গে এই হরমোনের যোগ থাকলেও নারী-পুরুষ নির্বিশেষে সকলের সামগ্রিক স্বাস্থ্যের জন্যও এই হরমোন খুবই গুরুত্বপূর্ণ। প্রজনন ছাড়াও হার্ট এবং হাড়ের স্বাস্থ্যের জন্যও ইস্ট্রোজেন হরমোন খুবই গুরুত্বপূর্ণ। এই হরমোন মস্তিষ্কে ব্যাপক প্রভাব ফেলে। যদিও সারা জীবন এর মাত্রা বাড়ে কমে তবে মেনোপজের পরে ইস্ট্রোজেন কম পরিমাণে উত্পাদিত হয়, যা বয়স্ক মহিলাদের অস্টিওপোরোসিস বা দুর্বল হাড়ের কারণ। মা যখন তার শিশুকে খাওয়ায় তখন তার শরীরে ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়, যা হাড়ের বৃদ্ধিকেও ধীর করে দেয়। মায়ের শরীর তখন হাড় থেকেই ক্যালসিয়াম পুনরায় শোষণ করে যা হাড়ের ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে। ২০১৯ সালে বিজ্ঞানীরা দেখেন যে স্ত্রী ইঁদুরের মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশ থেকে ইস্ট্রোজেন ব্লক করা সত্ত্বেও প্রাণীটির হাড়ের শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। তারা অনুমান করেন অন্য কোনো হাড় গঠনকারী হরমোন ইস্ট্রোজেনকে প্রতিস্থাপন করছে। ম্যাটারনাল ব্রেন হরমোনের প্রোটিনের নাম- সিসিএন৩। আর্কুয়েট নিউক্লিয়াস নামের মস্তিষ্কের একটি অংশে নিউরন দ্বারা নিঃসৃত এই হরমোন প্রজনন এবং বয়ঃসন্ধির জন্য গুরুত্বপূর্ণ। মাতৃত্বকালীন সময়ে ইঁদুরের শরীরে ইস্ট্রোজেন কমে যাওয়ার সাথে সাথে এই নিউরনগুলো থেকে এমবিএইচ উৎপাদন বেড়ে যায়। গবেষকরা এমবিএইচ উৎপাদন ব্যাহত করে দেখেছেন মা ইঁদুরের শরীরের হাড়ের ভর দ্রুত হ্রাস পায় এবং তাদের ছানাদেরও ওজন কমে যায়। এই ফলাফল প্রমাণ করে শিশুদের দুধ খাওয়ানোর সময় মা ইঁদুরের হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে এই হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গবেষণাটি নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে।