একসাথে একাধিক বিরল রোগের পরীক্ষা

একসাথে একাধিক বিরল রোগের পরীক্ষা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ মার্চ, ২০২২

মানুষের শরীরে কতরকমের ক্যানসার বাসা বাঁধে। শুধু ক্যানসার নয়, একসাথে একাধিক রকম অসুখেও আক্রান্ত হন বহু মানুষ। জিনোম সিকুয়েন্সিং গ্রুপ ইলিউমিনা মঙ্গলবার ইউরোপে একটি ক্যানসার পরীক্ষার কিট চালু করল। যে কিটের সহায়তায় চিকিৎসকরা একজন মানুষের শরীরে বাসা বাঁধা বিরল ক্যানসার বা অন্য একাধিক বিরল অসুখের চিকিৎসা একসাথে করতে পারবেন। ইলিউমিনার ট্রু-সাইট অঙ্কোলজি টেস্ট কিটের সহাতায় ৫১৭ রকমের ক্যানসার সম্পর্কিত জিনকে চিহ্নিত করা যাবে। এমনকী, অন্যতম যে লক্ষণে
মানুষের শরীরে বাইরে থেকে ক্যানসার চিহ্নিত হয় সেই ৩০ রকমের টিউমারকেও এই টেস্ট কিট পরীক্ষা করে জানিয়ে দিতে পারে মানুষটির শরীরে কোন ধরণের ক্যানসার বাসা বেঁধেছে।