এবছর ইউরোপ থেকে মঙ্গলে অভিযান বন্ধ

এবছর ইউরোপ থেকে মঙ্গলে অভিযান বন্ধ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ মার্চ, ২০২২

রাশিয়ার ইউক্রেন আক্রমণের জের। এবছর ইউরোপীয় স্পেস এজেন্সির (ইএসএ) মঙ্গলে সব অভিযান বন্ধ। এবছরই রশিয়ার তৈরি রকেটে চেপে ইএসএ-র উপগ্রহের মঙ্গলে যাওয়ার কথা ছিল। কিন্তু ইউক্রেন আক্রমণের পর রাশিয়াকে ইউরোপ সমস্ত দিক দিয়ে বয়কট করার প্রতিফলন এটা।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, মঙ্গলে অভিযান প্রত্যেক বছর করা যায় না। দু’বছর অন্তর এই অভিযান হয়। পরবর্তী অভিযানের সময় ২০২৪। কিন্তু তখনও যদি রশিয়ার ওপর নিষেধাজ্ঞা না ওঠে তাহলে ইএসএ-র সামনে ২০২৬-এর আগে মঙ্গল অভিযান করা সম্ভব হবে না। ইতিমধ্যে মঙ্গলে রয়েছে নাসার পারসেভারেন্স রোভার এবং চিনের ঝুরং উপগ্রহ। ইএসএ-র তরফে বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, দুর্ভাগ্যজনক হলেও বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল। তাই এবছরের মঙ্গল অভিযান বাতিল করা হছে।