এবার কি বৃষ্টির ঘাটতির রেকর্ড হবে?

এবার কি বৃষ্টির ঘাটতির রেকর্ড হবে?

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ৭ আগষ্ট, ২০২২

এবার বোধহয় পশ্চিমবঙ্গে অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বৃষ্টি। বর্ষণের নয়। ঘাটতির। জুনে ঘাটতি ছিল ৪৮%, জুলাইয়ে ঘাটতি ৪৬%। জুন-জুলাই মিলিয়ে ঘাটতি ৪৭%। ৫ অগস্ট পর্যন্ত ঘাটতি দাঁড়িয়ে ৪৬ শতাংশে। অর্থাত্‍, প্রায় অর্ধেক বৃষ্টিই হয়নি। সবচেয়ে বেশি ঘাটতি মুর্শিদাবাদে, ৬৩%। শস্যগোলা বর্ধমানে স্বাভাবিকের চেয়ে ৪৪% কম বৃষ্টি হয়েছে। হুগলিতে ঘাটতি ৪০%। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে এমনিতেই জলের অভাব। এ বছরের যা ঘাটতি, তাতে এই জেলাগুলিতে ধানের উত্‍পাদন যে কম হবে, সে কথা এখনই হলফ করে বলে দেওয়া যায়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বারবার ঝেঁপে বৃষ্টি নামলেও, বাকি উত্তরবঙ্গে পরিস্থিতি দক্ষিণের মতোই শোচনীয়। ৪৭% ঘাটতি মালদহে।