এবার জুরাসিক যুগের হাঙ্গর!

এবার জুরাসিক যুগের হাঙ্গর!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ সেপ্টেম্বর, ২০২১

যত কাণ্ড জয়সলমিরে! কয়েক মাস আগেই সেখানে পাওয়া গিয়েছিল ডাইনোসরের জীবাশ্ম। আর এবার পাওয়া গেল হাইবোডেন্ট হাঙ্গরের জীবাশ্ম। খুঁজে পেয়েছেন রুরকি আইআইটি-র বিজ্ঞানীরা এবং জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকরা। জীবাশ্ম থেকে ৩০টি দাঁতের স্পেসিমেন। সেগুলোকে বিশ্লেষণ করে জানা গিয়েছে যে জয়সলমির উপত্যকায় তাদের বাস ছিল ১ কোটি ৬৮ লক্ষ বছর আগে। সময়টা বিজ্ঞানীদের হিসেবে ত্রিয়াসিক এবং জুরাসিক যুগের প্রথম দিক। সেই সময় এই প্রজাতির হাঙ্গরের নাম ছিল স্ট্রফোডাস জয়সলমেরেনিস। সমুদ্রের নোনা জল এবং একইসঙ্গে নদীর মিষ্টি জলেও এদের গতিবিধি ছিল অবাধ। জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার ভূতত্ববিদরা জানিয়েছেন এই আবিষ্কার তাৎপর্যপূর্ণ এই কারণে যে ভারতে স্ট্রফোডাস প্রজাতির হাঙ্গরের অস্তিত্ব পাওয়া গেল প্রথমবার। দাঁতগুলি পরীক্ষা করে রুরকি আইআইটি-র বিজ্ঞানীরা দেখেছেন এই প্রজাতির হাঙ্গরের দাঁত ছিল ভয়ঙ্কর ধারাল, কিন্তু খুব বড় নয়। হাঙ্গরগুলি ছিল ২ থেকে ৩ মিটার লম্বা। বিজ্ঞানীরা জানিয়েছেন এই প্রজাতির হাঙ্গর বিলুপ্ত হয়ে যায় ৬৫ লক্ষ বছর আগেই। তাৎপর্যের বিষয় এই যে, কয়েকমাস আগে যে ডাইনোসরদের জীবাশ্ম পাওয়া গিয়েছিল সেই ডাইনোসরেরাও বিজ্ঞানীদের হিসেবে বিলুপ্ত হয়ে যায় ৬৫ লক্ষ বছর আগে! হাঙ্গরদের দাঁতগুলো এখন জয়পুরের জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার প্যালেন্টোলজি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে গবেষণার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =