এবার বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে চাঁদের রং লালচে!

এবার বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে চাঁদের রং লালচে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ মে, ২০২২

বছরের প্রথম আংশিক সুর্যগ্রহণ পৃথিবীর মানুষ দেখেছিলেন ৩০ এপ্রিল। এবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। দেখা যাবে ১৫ এবং ১৬ মে। ওই মহাজাগতিক মুহূর্তে চাঁদের রং হয়ে উঠবে লালচে! একই সরলরেখায় অবস্থান করবে সুর্য, পৃথিবী এবং চাঁদ। তার ফলে চাঁদের ওপর পৃথিবী এমন এক ছায়া ফেলবে যে চাঁদ পুরোপুরি অন্ধকারে ঢেকে যাবে। তখনই সম্পূর্ণ হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। জ্যোর্তিবিজ্ঞানীরা জানিয়েছেন উত্তর আমেরিকার অধিকাংশ জায়গা, দক্ষিণ আমেরিকার মানুষ, মধ্য ও পশ্চিম ইউরোপ এবং আফ্রিকার বেশ কিছু অংশের মানুষ এই গ্রহণ দেখতে পাবেন। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, যে সময় ধরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে তাতে আমেরিকার উপকূলে এই গ্রহণ এই শতকের দীর্ঘতম হতে চলেছে।