এবার মহাকাশেও দুই দেশের যুদ্ধ!

এবার মহাকাশেও দুই দেশের যুদ্ধ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ ফেব্রুয়ারী, ২০২২

রাশিয়ার ইউক্রেন আক্রমণের আঁচ পড়ল মহাকাশেও! ক্ষুব্ধ আমেরিকা মহাকাশে রাশিয়ার বিরুদ্ধে সমস্তরকমের সহযোগিতা না করার হুমকি দিলেন। তার জবাব রুশ স্পেস এজেন্সি রসকমোসও দিল। রসকমোসের প্রধান দিমিত্রি রোগোজেন একের পর এক টুইট করে আমেরিকাকে সাবধান করলেন। লিখলেন, ‘আমেরিকা সহযোগিতা যদি না করে তাহলে আর্ন্তজাতিক মহাকাশ স্টেশনকে (আইএসএস) বাঁচাবে কে? এই যে, মাঝে মাঝেই আইএসএস তার কক্ষচ্যুত হয়ে পড়ে সেটা কে সামলাবে?’। এখানেই শেষ নয়, রোগোজিনের আরও প্রশ্ন, আইএসএস রাশিয়ার ওপর দিয়ে চলে না। তাহলে কক্ষচ্যুত হয়ে সে ইউরোপে পড়তে পারে। এমনকী, ভারত বা চিনের ওপরেও পড়তে পারে! তার দায়িত্ব মার্কিন সরকার বা নাসা নেবে তো?’।
আন্তর্জাতিক সম্পর্কে আমেরিকা-রাশিয়ার মধ্যে ‘ঠাণ্ডা লড়াই’ চললেও, মহাকাশে এই দুই দেশ সহযোগিতার মানসিকতা নিয়েই চলছিল। কিন্তু ইউক্রেন আক্রমণের পরই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করে দেন, রাশিয়াকে তাদের তরফে এবার অত্যাধুনিক মহাকাশ-সম্পর্কিত যন্ত্রপাতি বা প্রযুক্তি আগের তুলনায় অর্ধেক সরবরাহ করা হবে। বাইডেন বলেছিলেন এতে রাশিয়া মহাকাশ শিল্পে দুর্বল হয়ে পড়বে।
ইউক্রেন আক্রমণের পর এবার মহাকাশেও রাশিয়ার সঙ্গে যুদ্ধ বেঁধে গেল আমেরিকার!