এলইডি-র অতিবেগুনি রশ্মিতে মরবে করোনার ভাইরাস!

এলইডি-র অতিবেগুনি রশ্মিতে মরবে করোনার ভাইরাস!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ভাইরোলজি জার্নালে প্রকাশিত কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এক সাম্প্রতিক গবেষণা থেকে জানা গিয়েছে রাস্তার ধারে এখন যে এলইডি আলো দেখা যায়, তার আলোতেই মরবে করোনা ভাইরাসের ভাইরাস! কারণ এলইডি আলোতে রয়েছে অতিবেগুনি রশ্মি। এমনকী, এডস-এর ভাইরাসও ওই অতিবেগুনি রশ্মিতে মারা পড়তে পারে। বিশেষজ্ঞরা স্বীকার করছেন অতিমারির পর করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে নানারকমের উপায় ও আবিষ্কার করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। তার মধ্যেই এটা আরও একটি গবেষণা এবং পর্যবেক্ষণ। গবেষকরা জানিয়েছেন, বহু অঞ্চলে পরীক্ষা করে জানা গিয়েছে, এলইডি-র অতিবেগুনি রশ্মির জোরে করোনা ভাইরাসের সবকটা রূপকেই খুব তাড়াতাড়ি মেরে ফেলতে পারে। তাদের মতে মাইক্রোচিপ ব্যবহার করে রাস্তাঘাটে লাগানো সব এলইডি-ইউভি আলোকে সহজেই করোনা ভাইরাস ও এইচআইভি ভাইরাস মারার অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে।