এ মাসেই উল্কাবৃষ্টি

এ মাসেই উল্কাবৃষ্টি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ আগষ্ট, ২০২১
এ মাসেই উল্কাবৃষ্টি

মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যদি চোখ রাখেন আকাশের দিকে তাহলে হয়ত দেখতে পাবেন আলোর মেলায় সেজেছে আকাশ। চোখটা থিতু হলেই হয়ত আপনি দেখতে পারবেন উজ্জ্বল এক আলোর বিন্দু আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলে যাচ্ছে। এটাই উল্কাবৃষ্টি। চলতি আগস্ট মাসের ১১, ১২ আর ১৩ তারিখ এই উল্কাবৃষ্টি দেখতে পাওয়া যাবে বলে জ্যোতির্বিদেরা জানিয়েছেন। তবে একমাত্র উত্তর গোলার্ধের মানুষই দেখতে পাবেন এই মহাজাগতিক দৃশ্য।
কয়েকদিন আগের কথা। নাসা দেখল, আকাশ চিরে ছুটে চলে যাচ্ছে উল্কার একটি টুকরো। পাহাড়ের ওপর বসানো ক্যামেরা তুলেছিল ওই আগুনের ঝলকের ছবি। আসলে সেটি ছিল উল্কার একটি টুকরো। তখনই নাসা জানিয়েছিল, এই আগস্টেই রাতের আকাশে উল্কাবৃষ্টি দেখা মেতে পারে‌।

জ্যোতির্বিদেরা জানাচ্ছেন, এই উল্কাবৃষ্টি দেখা যাবে মাঝরাত থেকে ভোর অবধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + seven =