ওমিক্রনের সংক্রামক সাব ভ্যারিয়েন্ট  BA.2 ভারতে

ওমিক্রনের সংক্রামক সাব ভ্যারিয়েন্ট  BA.2 ভারতে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ জানুয়ারী, ২০২২

বিশ্বজুড়েই উদ্বেগ তৈরি করেছে করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। ভারতেও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই ভ্যারিয়েন্ট। তবে  এ দেশে ওমিক্রন সংক্রমণ আর বিচ্ছিন্ন কোনও সংক্রমণ নয়। তা বর্তমানে দেশে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে রয়েছে। দেশের বড় শহরগুলিতে এই ভ্যারিয়েন্টই দাপট দেখাচ্ছে। এই শহরগুলিতে বিগত কিছুদিন ধরে মাত্রাছাড়াভাবে করোনা আক্রান্তর সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় গবেষণা সংস্থা আইএনএসএসিওজি তাদের সাম্প্রতিক বুলেটিনে এ কথা জানিয়েছে। ওমিক্রন কীভাবে সংক্রমণ ছড়ায় তা পরীক্ষা করতে সারা দেশজুড়ে ভ্যারিয়েশন পরীক্ষা করে দেখে। সংক্রমণ কীভাবে ছড়ায়, বিবর্তন হয় তা খতিয়ে দেখার পাশাপাশি আইএনএসএসিওজি  সম্ভাব্য সবচেয়ে কার্যকর জনস্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকে। কেন্দ্রের এই গবেষণা সংস্থা আরও জানিয়েছে যে, ওমিক্রনের   সংক্রামক সাব ভ্যারিয়েন্ট  BA.2 ভারতে উল্লেখযোগ্য ভগ্নাংশ হারে চিহ্নিত করা গিয়েছে।