ওড়িশার নন্দনকাননের কালো বাঘ

ওড়িশার নন্দনকাননের কালো বাঘ

বিজ্ঞানভাষ
Posted on ৯ ফেব্রুয়ারী, ২০২২

কালো বাঘ -একটি প্রায় বিরল প্রাকৃতিক সম্পদ। গতসপ্তাহেই ওড়িশার নন্দনকানন জুওলজিকাল পার্কে একজোড়া কালো বাঘ দেখা গেছে। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী গত কয়েক বছরে ওড়িশায় এই নিয়ে মোট ৭-৮ বার দেখা গেল এই বিরল কালো বাঘের।
সিউডো মেলানিজম নামক জেনেটিক মিউটেশনের কারণে বাঘের ছালে কালো রঙ আসে। বস্তুত এই মিউটেশনের ফলে ত্বকে কমলা- সোনালী ডোরা ও কালো ডোরা কাটা ভাব আসে। যার জন্যে দূর থেকে বাঘের চামড়া কালো দেখায়।
গত বছর নভেম্বরে ওড়িশায় প্রথমবারের মতো এক জোড়া কালো বাঘ দেখা যায়। ১৭৭৩ সালে শিল্পী জেমস ফোর্বস কেরালায় একটি কালে বাঘ এঁকেছিলেন। ১৯৯৩ সাল থেকে ওড়িশার শিমলিপাল জাতীয় উদ্যানে বিরল কালো বাঘ দেখা যাচ্ছে। ২০০৭ এ প্রথম তোলা হয় এই বাঘের ছবি। বিশেষজ্ঞদের মতে এই প্রজাতির বাঘ খুব কমই অন্য প্রজাতির সাথে সম্পর্ক বিস্তার করে।