ওড়িশায় হাতি-নিধনে উদ্বিগ্ন পরিবেশমন্ত্রক

ওড়িশায় হাতি-নিধনে উদ্বিগ্ন পরিবেশমন্ত্রক

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ জুন, ২০২২

গত চার বছরে ওড়িশায় হাতি মেরে ফেলা হয়েছে প্রায় ৩০০টি! রাজ্যের বনদফতরের বিরুদ্ধে অভিযোগ, এর মধ্যে অনেক মৃত্যুর রিপোর্ট চেপে যাওয়া হয়েছে! এমনকী খোদ পরিবেশমন্ত্রীর বিরুদ্ধেও এই বিষয়কে অবহেলা করার অভিযোগ উঠেছে। অবশেষে এতদিনে টনক নড়েছে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রকের। পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব টুইট করে রিপোর্ট তলব করেছেন ওড়িশার পরিবেশমন্ত্রকের কাছে। হাতিদের মৃত্যু নিয়ে বিশদ তথ্য জানতে চেয়েছেন তিনি। টুইটে লিখেছেন যাদব, ‘ওড়িশায়, নরসিংঘপুর রেঞ্জের আতগড় জঙ্গলে গত কয়েক সপ্তাহে একাধিক হাতিকে চোরাকারবারিরা মেরে ফেলেছে বলে অভিযোগ। রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছি চোরাশিকারির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে।’ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রাজ্য ওড়িশা। উদ্বিগ্ন হয়ে তার টুইট, ‘গত ১২ বছরে ওড়িশায় ১ হাজারেরও বেশি হাতিকে চোরাশিকারিরা মেরে ফেলেছে। বিশেষ কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। ওড়িশায় সংরক্ষিত প্রাণীদের প্রভূত সংকট।’ এমাসেই এখনও পর্যন্ত আতগড় জঙ্গলে তিনটি হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৬জন ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। যাদের মধ্যে বনদফতরের কর্মী, আধিকারিকও ছিলেন।