কতটা গরম পৃথিবীর অন্তঃস্থল

কতটা গরম পৃথিবীর অন্তঃস্থল

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৯ জুলাই, ২০২২

ভূতত্ত্ববিদদের ধারণা, পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি অংশ প্রায় সূর্যের মতোই গরম। গড় হিসাবে বলা হয়, মাটির নিচে প্রতি ৬০ ফুটের জন্য এক ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বাড়ে। তাহলে পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি অংশের তাপমাত্রা দাঁড়াবে প্রায় এক লাখ ৮০ হাজার ডিগ্রি ফারেনহাইট। তবে বেশির ভাগ ভূতত্ত্ববিদের মতে, ওই তাপমাত্রা অন্তত নয় হাজার ডিগ্রি ফারেনহাইট। সৌভাগ্যবশত পৃথিবীর ওপরের অংশের মাটি ঠান্ডা বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে ধীরে ধীরে ঠান্ডা হয়েছে, তাই আমরা বাসযোগ্য পৃথিবী পেয়েছি। কিন্তু ভেতরের অংশের পটাশিয়াম-৪০, ইউরেনিয়াম-২৩৮, থোরিয়াম-২৩২ প্রভৃতি তেজস্ক্রিয় পদার্থ এখনো ক্রমাগত তাপ বিকিরণ করে চলেছে।