করায় কমল নদীর জল ভেসে উঠল যুদ্ধ জাহাজ

করায় কমল নদীর জল ভেসে উঠল যুদ্ধ জাহাজ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ আগষ্ট, ২০২২

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে তীব্র খরার মুখোমুখি হয়েছে ইউরোপ এবং এতে গত এক শতাব্দীর মধ্যে দানিয়ুব নদীর জশ সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। আর এতেই সার্বিয়ার নদীবন্দর শহর প্রাহোভোর কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া কয়েক ডজন জার্মান যুদ্ধজাহাজ ভেসে উঠেছে।
সংবাদমাধ্যম বলছে, ১৯৪৪ সালে সাবেক সোভিয়েত বাহিনীর আক্রমণে দানিয়ুব নদীর তীরে নাৎসি জার্মানির কৃষ্ণসাগর বহরের শত শত যুদ্ধজাহাজ ডুবে যায়। সেগুলোকে পরে আর উদ্ধার করা সম্ভব হয়নি। এখন জল কমে যাওয়ায় ভেসে উঠছে এসব যুদ্ধজাহাজ। এসব জাহাজ সেই বহরেরই অংশ ছিল। জানা যায়, এসব জাহাজের কারণে প্রায়ই নদীপথে অন্যান্য জাহাজের চলাচল ব্যাহত হতো। এমনকি এখনো জলের স্তর কম থাকলে ইউরোপের অন্যতম বৃহৎ এই নদীপথে নৌচলাচল বাধাগ্রস্ত হয়ে থাকে।