করোনা ভাইরাসের আবার নতুন ওষুধ

করোনা ভাইরাসের আবার নতুন ওষুধ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ ফেব্রুয়ারী, ২০২২

সার্স কোভিড-২ ভাইরাসকে রোখার অভিনব এক উপায় খুঁজে বার করলেন আমেরিকার হার্ভার্ড মেডিক্যাল স্কুলের বস্টন চিলড্রেনস স্কুলের বিজ্ঞানীরা। এমন এক ওষুধ তারা আবিষ্কার করেছেন যাতে মানবশরীরে প্রবেশ করলেও এই ভাইরাস বংশবৃদ্ধি করতে পারবে না। সংক্রমণও ঘটাতে পারবে না। বিজ্ঞানীদের দাবি, এই অভিনব ওষুধে করোনা ভাইরাসের যে কোনও ভ্যারিয়ান্টকে সংক্রমণ থেকে আটকে দেওয়া সম্ভব হবে। বিজ্ঞানীদের গবেষণাপত্রটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সে (পিনাস) প্রকাশিত হয়েছে। অন্যতম গবেষক, হার্ভার্ড মেডিক্যাল স্কুলের বিজ্ঞানী সেতু ভোরা বলেছেন, “কোভিড টীকা বাজারে আসার পরেও করোনা ভাইরাসের নানারকমের ভ্যারিয়ান্টকে রোখা যাচ্ছে না। ভবিষ্যতে আরও ভ্যারিয়ান্ট আসতে পারে। তখন টীকাও বদলাতে হবে তাদের মোকাবিলার জন্য। তাই ভাইরাসের আরএন-এ-র সেই অংশটিকে খুঁজে বার করার প্রয়োজন ছিল যে অংশটি মানবকোষে ভাইরাসের বংশবৃদ্ধি আটকায়। আর সেই অংশটির কোনও পরিবর্তনও হয় না। এতে এমন একটি ওষুধ আবিষ্কার করা যায় যা ভাইরাসের বর্তমানের এবং আগামীদিনের সমস্ত ভ্যারিয়ান্টের সংক্রমণ রুখে দিতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + fifteen =