কলকাতার গণিতজ্ঞর বিরল সম্মান

কলকাতার গণিতজ্ঞর বিরল সম্মান

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ ডিসেম্বর, ২০২৪

জার্মানির আমালি এমি নাটের ( Amalie Emmy Noether , ১৮৮২-১৯৩৫) ছিলেন এক প্রসিদ্ধ গণিতজ্ঞ, যিনি বিমূর্ত বীজগণিতে বহু মূল্যবান কীর্তি রেখে গেছেন। তাঁর প্রমাণিত ‘নাটের প্রথম সমীকরণ’ ও ‘নাটের দ্বিতীয় সমীকরণ’ গাণিতিক পদার্থবিজ্ঞানে মৌলিক গুরুত্বের অধিকারী। আলবার্ট আইনস্টাইন, হেরমান ওয়েইল, নরবার্ট উইনার প্রমুখ জগৎপ্রসিদ্ধ পদার্থবিজ্ঞানীরা তাঁকে গণিতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলা বলে সম্মান জানিয়েছিলেন। তাঁর স্মরণে আমেরিকার অ্যাসোসিয়েশন ফর উইমেন ইন ম্যাথমেটিক্‌স এবং আমেরিকান ম্যাথমেটিকাল সোসাইটি ১৯৮০ সাল থেকে যৌথভাবে একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ বার্ষিক বক্তৃতার আয়োজন করে আসছেন। ২০২৫ সালের ৪৪তম এমি নাটের বক্তৃতা দেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইন্সটিটিউট-এর তাত্ত্বিক রাশিবিজ্ঞান ও গণিত বিভাগের অধ্যাপক নীনা গুপ্ত (জন্ম ১৯৮৪)। ৮-১১ জানুয়ারি আমেরিকা যুক্তরাষ্ট্রের সিয়্যাটলে এটি অনুষ্ঠিত হবে। নীনা কলকাতার বেথুন কলেজ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইন্সটিটিউটের ছাত্রী। ২০১১ সালে পিএইচ ডি করেন বিখ্যাত গণিতজ্ঞ অমর্ত্যকুমার দত্তর কাছে। বিশুদ্ধ গণিতের ‘অ্যাফাইন অ্যালজেব্রায়িক জিওমেট্রি’ নামক অত্যন্ত দুরূহ একটি শাখায় অসাধারণ গবেষণার জন্য নীনা বিশ্বে সুপরিচিত। তাঁর কাজ বহু গণিতজ্ঞকে ওই শাখায় গবেষণা করার উৎসাহ জুগিয়েছে। প্রায় সত্তর বছর ধরে অসমাধিত ‘জারিস্কি ক্যান্সেলেশন সমস্যা’-র সমাধান নির্ণয় করে তিনি সারা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছেন। সেই কাজের স্বীকৃতি স্বরূপ তিনি ২০২৫ সালের এমা নাটের বক্তৃতা দেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। পুরস্কার বা সম্মান অবশ্য নীনার কাছে নতুন নয়। এর আগে তিনি প্রতি চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত কংগ্রেসে বক্তৃতা দিয়েছেন (২০২২), ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স থেকে পেয়েছেন রামানুজন পুরস্কার (২০২১), ভারতের সবচেয়ে অল্পবয়সী গণিতজ্ঞ হিসেবে শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার পেয়েছেন (২০১৯)।