কলকাতা শহরের জল অপচয়

কলকাতা শহরের জল অপচয়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ মে, ২০২২

কলকাতা পুরসভায় নিজস্ব পরিসংখ্যান বলছে প্রতিদিন প্রায় ৩৬ কোটি লিটার হল অপচয় হয় রোজ। পৌরসভা থেকে রোজ ১৫৪ কোটি লিটার জল পরিশোধন করে সরবরাহ করা হয়। এর মধ্যেই ৩৬ কোটি লিটার অপচয় বা নষ্ট হচ্ছে। দৈনিক অপচয় হওয়া জলের পরিমাণ প্রায় ২৪ শতাংশ। ‘সেন্ট্রাল গ্রাউণ্ড ওয়াটার অথরিটি’র হিসেব অনুযায়ী উপযুক্ত পূর্ণাঙ্গ নিকাশি আছে এবং জনসংখ্যা ১ লক্ষের বেশি এমন এলাকায় দৈনিক মাথাপিছু অন্তত ১৫০ লিটার জলের প্রয়োজন। এই বিপুল জল অপচয়ের একটা কারণ অবশ্যই সহনাগরিকদের সচেতনতার অভাব। যার কারণে জল অপচয় রোধে সচেতনতার কর্মশালার পাশাপাশি জল কর কিংবা অতিরিক্ত জল অপব্যবহারে জরিমানা ধার্যের কথা বলছেন অনেকেই।