জ্যোতির্বিজ্ঞানীদের জানা বোঝা অনুযায়ী কসমিক ফিলামেন্ট মহাজগতের সবচেয়ে বড় গাঠনিক বস্তু। কসমিক ফিলামেন্ট মহাজগতের বস্তুর মধ্যে সবচেয়ে বেশি ভরযুক্ত। সরু সুতোর মতো কৃষ্ণ পদার্থের কারণে এর ঘনত্ব অত্যন্ত বেশি। বিগ ব্যাং এর সময়ে ভর আবর্তিত হতো না৷ বিগ ব্যাং এর ফলে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সৃষ্টি হলো। এবং তারপরেই গ্রহ আবর্তিত হতে শুরু করলো- তথা ভর আবর্তিত হতে শুরু করলো। এতদিন জানা ছিল গ্যালাক্সি ক্লাস্টারই সবচেয়ে বড় বস্তু – যা আবর্তিত হয়। ইউনিভার্সিটি অফ দ্যা বাস্কিউ কান্ট্রি ইন বিলবাও এর কসমোলজিস্ট মার্ক নেইরিঙ্ক ও তার সহযোগীরা আবিষ্কার করেছেন ফিলামেন্টও আবির্তত হয়। নির্দিষ্ট মাত্রায় গ্যালাক্সি বিন্দুবৎ বা ধোঁয়াশাপূর্ণ মনে হয়৷ ফলে ফিলামেন্ট আবর্তনের প্রকৃত বিজ্ঞান কী – তা অজানাই রয়ে গেছে। আবর্তন পরীক্ষার জন্যে নেইরিঙ্করা থ্রিডি কসমোলজিকাল সিমুলেশন ব্যবহার করে। দেখতে চায় ফিলামেন্ট ঘিরে থাকা কৃষ্ণ বস্তুর গতি। নেইরিঙ্করা ২০২০তে তাদের ফলাফল এআরএক্সআইভি ডট ওআরজি তে প্রকাশ করে। এর এক বছর পর জার্মানির লেবানিজ ইন্সটিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স ইন পোটসডাম এর কসমোলজিস্ট নোয়াম লিবেসকিন্ড এবং সহযোগীরা স্লোয়ান ডিজিটান স্কাই সার্ভে ব্যবহার করে গ্যালাক্সির গতি চিহ্নিত করেন এবং দেখান ফিলামেন্টের অক্ষ উলম্ব আকৃতির। পরবর্তীতে গবেষকরা বুঝতে চান কীভাবে ফিলামেন্টের আবর্তন শুরু হলো এবং এই আবর্তনের পেছনেই বা কোন বিজ্ঞান লুকিয়ে আছে।