কাইট্রিড ছত্রাকের মোকাবিলায় ব্যাঙের জন্য ভ্যাকসিন

কাইট্রিড ছত্রাকের মোকাবিলায় ব্যাঙের জন্য ভ্যাকসিন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ জুন, ২০২৩

কাইট্রিড ছত্রাক – ব্যাঙের প্রধানতম শত্রু। গত শতাব্দীর শেষদিক থেকে এই ছত্রাকের সংক্রমণে ব্যাঙের কয়েকটা প্রজাতি চিরতরে বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। এই সমস্যার সমাধান করতেই এবার উদ্যোগী হল মার্কিন বিজ্ঞানীরা। ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে তাঁরা একটা ভ্যাকসিন বানিয়েছেন। প্রাথমিক প্রয়োগে দেখা যাচ্ছে এই ভ্যাকসিন ব্যাঙের শরীরে মাইক্রোবায়োমে পরিবর্তন ঘটাতে সক্ষম। তাতে আরও শক্তিশালী হয়ে উঠেছে ব্যাঙ।
মার্কিন মুলুকে পেন স্টেট ইউনিভার্সিটির প্রাণীবিজ্ঞানী গুই বেকার গবেষক দলের নেতৃত্বে ছিলেন। তাঁর কথায়, প্রাণীদেহে মাইক্রোবায়োম তৈরি হয় কিছু মাইক্রোঅরগানিজমের দ্বারা। পরজীবীর আক্রমণ থেকে রক্ষা করে এরাই। তবে ভ্যাকসিনের প্রভাবে মাইক্রোবায়োমে কি অদলবদল হয় সেটাই দেখার ছিল। যেমন, আমরা যখন কোভিডের জন্য ভ্যাকসিন নিই তাতেও আমাদের শরীরের মাইক্রোবায়োমে পরিবর্তন হয়।
বেকার বলছেন তাঁরা সফল হয়েছেন। কারণ ব্যাঙের দেহে উপস্থিত সব ব্যাকটেরিয়ার মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব হয়েছে ভ্যাকসিনের প্রয়োগে। ফলে, এই পরিবর্তিত এবং শক্তিশালী ব্যাকটেরিয়ার দল ছত্রাকের সংক্রমণ ঠেকিয়ে দিতে পারে।