কাউকে কাউকে মশা বেশি কামড়ায় কেন?

কাউকে কাউকে মশা বেশি কামড়ায় কেন?

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১৬ মার্চ, ২০২৩

নিঃশ্বাসের কার্বন ডাই-অক্সাইড, দেহের তাপমাত্রা আর গন্ধ – এসব চিনেই মশারা মানুষকে গায়ে বসে, কামড়ায়। কিন্তু কেউ কেউ অভিযোগ করেন অন্যদের চেয়ে তাকেই নাকি মশা বেশি কামড়ায়। কেন একজনকে ছেড়ে অন্য কোনও মানুষকে মশা বেশি কামড়ায় তা নিয়ে তত্ত্বের শেষ নেই। রক্তের গ্রুপ, রক্তে শর্করার মাত্রা, মহিলা বা শিশুর ক্ষেত্রে পৃথক হয় – কিন্তু কোনও তত্ত্বের সমর্থনেই জোরদার তথ্য নেই।
মানুষের গায়ের চামড়া থেকে নির্গত কার্বক্সিলিক অ্যাসিডের মাত্রার উপর নির্ভর করে মশার পছন্দ অপছন্দ। এমনই বলা হয়েছে নতুন এক গবেষণায়। বিজ্ঞানীরা দেখিয়েছেন, মানুষের ত্বক থেকে উদ্ভূত ফ্যাটি অ্যাসিড মশাদের কাছে মাথা খারাপ করে দেওয়ার মতো সুগন্ধি। মশারা এই গন্ধ পেলে নিজেদের আর সামলাতে পারে না।
রকফেলার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভোশাল ছিলেন মুখ্য গবেষক। তাঁর ভাষায়, এই ধরণের ফ্যাটি অ্যাসিড ত্বকে যত বেশি পরিমাণে থাকবে ততই মশাদের জন্য চুম্বক হয়ে উঠবে সেই মানুষ। দুটোর মধ্যে বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত সম্পর্ক রয়েছে।
গবেষণাপত্র প্রকাশিত হল ‘সেল’ নামক পত্রিকায়।