কার্টহুইল গ্যালাক্সি : জেমস ওয়েবের চোখে

কার্টহুইল গ্যালাক্সি : জেমস ওয়েবের চোখে

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৮ আগষ্ট, ২০২২

জেমস ওয়েব যে কত শক্তিধর টেলিস্কোপ তার প্রমাণ ইতিমধ্যেই পেয়েছি আমরা। সম্প্রতি নাসা তাদের ইন্সটাগ্রাম পেজে শেয়ার করেছে জেমস ওয়েবের তোলা আর একটি ছবি। ছবিটি কার্টহুইল গ্যালাক্সির। পৃথিবী থেকে ৫০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত স্ক্লুপটর নক্ষত্রপুঞ্জে অবস্থিত। ছবিতে যেমন দেখা যাচ্ছে গ্যালাক্সিটির অমন অদ্ভুত আকৃতির কারণ হলো দুটি ছায়াপথের মধ্যে প্রবল সংঘর্ষ। কার্টহুইল আকৃতির ছায়াপথের কেন্দ্র থেকে দুটি বলয় যেন প্রসারিত হয়েছে। নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সি একটা মেটাফর দিয়ে গ্যালাক্সির আকৃতিকে ব্যাখ্যা করেছেন। পুকুরে ঢিল ছুড়লে যেমন বলয় আকৃতিতে জল প্রসারিত হয়,অনেকটা তেমনি যেন এই গ্যালাক্সির গঠন। কার্টহুইল গ্যালাক্সির কেন্দ্রে সাদা রঙের একটি বলয় আছে বলে জানিয়েছে নাসা ও এসা। সেই বলয়ের বাইরের অংশেই দেখা যাচ্ছে রঙের স্পোক। প্রায় ৪৪ কোটি বছর ধরে এই বলয় প্রসারিত হচ্ছে। বলয়ের বাইরের দিকের অংশ প্রসারিত হলে তা গ্যাসে পরিণত হয়ে নতুন নক্ষত্রের স্ফুলিঙ্গ গঠনে সহায়ক হয়।