কাষ্পিয়ান সাগরের ওপর অদ্ভূত মেঘ!

কাষ্পিয়ান সাগরের ওপর অদ্ভূত মেঘ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ জুন, ২০২২

কাষ্পিয়ান সাগরের ওপর ভেসে বেড়ানো ফুলকপির আকৃতি ধারণ করা এক মেঘের টুকরোর ছবি ধরা পড়ল নাসার ক্যামেরায়। গত ২৮ মে নাসার মডারেট রেজোলিউশন ইমেজিং স্পেক্ট্রোরেডিওমিটার ক্যামেরা এই ছবি প্রকাশ করেছে। মেঘের প্রান্তগুলো ধারাল। বিজ্ঞানীদের একাংশের মধ্যে এই ধারাল প্রান্ত উদ্বেগের সৃষ্টি করেছে। যদিও নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চের এক বায়ুমণ্ডলীয় বিজ্ঞানী বাস্তিয়ান ভ্যান ডিডেনহোভেনের মতে এই মেঘ আসলে স্ট্র্যাটোকিউমুলাস মেঘ। কিউমুলাস মেঘ এক জায়গায় জড়ো হলে ফুলকপির মত চেহারা নেয় এবং মেঘের একটি বিস্তৃত অনুভূমিক স্তর তৈরি করে। ছবিতে দেখা যাচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস এরকমই একটি অনুভূমিক স্তর তৈরি করেছে যা প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই মেঘগুলি সাধারণত কম উচ্চতায় তৈরি হয়, ভূমির ৬০০ থেকে ১২০০ কিলোমিটার ওপরে। ছবিটির মেঘ ১৫০০ কিলোমিটার ওপরে ঘোরাফেরা করছিল। কাকভোরে ছবিটি তোলার সময় কাষ্পিয়ানের ওপর মেঘ ছিল। বিকেলেরমধ্যে এটি উত্তর-পশ্চিম এবং মধ্য কাষ্পিয়ানের ওপর দিয়ে চলে যায়। ডিডেনহোভেন বলেছেন, “স্থল থেকে আসা শুকনো ও গরম হাওয়ার সঙ্গে সমুদ্রের ওপর অপেক্ষাকৃত ঠাণ্ডা ও আর্দ্র হাওয়ার সংঘর্ষ হলেই এই কিউমুলাস মেঘের সৃষ্টি হয়। আফ্রিকার পশ্চিম উপকূলে প্রায়ই এই মেঘের দেখা পাওয়া যায়, তবে অনেক বড় স্কেলে।”