কুকুর-মানুষের বন্ধুত্বে জেনেটিক মিউটেশন

কুকুর-মানুষের বন্ধুত্বে জেনেটিক মিউটেশন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ জুন, ২০২২

কুকুরের সঙ্গে মানুষের বন্ধুত্বের কথা সর্বজনবিদিত। বিজ্ঞানীরা সম্প্রতি এই বন্ধুত্বের কারণ বিশ্লেষণ করেছেন। জাপানের আজাবু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিহো নাগাসাওয়া এবং তার সহযোগীরা মিলে এই সংক্রান্ত গবেষণাটি করছেন।গবেষণায় ৬৪২টি গৃহপালিত কুকুরের মূলত চারটি জেনেটিক বৈচিত্র্যের দিকে নজর দেওয়া হয়েছিল। চারটি জিন বাছা হয়েছিল। অক্সিটকিন, অক্সিটকিন রিসেপটর, মেলানোকর্টিন-২ রিসেপটর এবং ডব্লিউ বি এস সি আর ১৭। অতিরিক্ত মানসিক চাপে পড়লে কুকুররা কীভাবে প্রতিক্রিয়া জানায় তার নির্ধারণ করে এই জিনগুলি। মানুষের সঙ্গে কুকুরদের ইন্টার-অ্যাকশনের মূল্যায়ন করতে গিয়ে বিজ্ঞানীরা কুকুরদের দুটি পরীক্ষা নিয়েছিলেন। প্রথম পরীক্ষা ছিল দুটি বাটির একটিতে খাবার রেখে খালি বাটির নিচে রাখা হয়েছিল। পরীক্ষার্থীর কাছ থেকে ইঙ্গিত পেয়ে খাবার রাখা বাটি চিনতে পেরেছিল কুকুর। তাদের দ্বিতীয় পরীক্ষা ছিল খাবার দেওয়া বাটিতে একটি লাগানো বিন খুলতে দেওয়া হয়েছিল। কিন্তু বিনটি এমনভাবে বাঁধা ছিল যে, খোলা সহজ ছিল না। কুকুররা সেই খুলতে না পেরে পরীক্ষার্থীদের দিকে তাকিয়ে ছিল। সেই সময় বিজ্ঞানীরা তাদের আচরণ বিশ্লেষণ করে জেনেটিক মিউটেশনের সন্ধান পেয়েছেন। নাগাসাওয়া জানিয়েছেন, মেলানোকর্টিন-২ রিসেপটর জিন কুকুরদের দ্বারা অনুভূত হয় এবং আগ্রাসন কমাতে পারে।