কৃত্রিম বুদ্ধিমত্তা- আশাই বেশি, কিন্তু …

কৃত্রিম বুদ্ধিমত্তা- আশাই বেশি, কিন্তু …

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ ডিসেম্বর, ২০২৪

চ্যাটবট নামে যে-অ্যাপটি বাজারে এসেছিল ৩০ নভেম্বর ২০২২, তার দু-বছর পূর্তি উপলক্ষে বিজ্ঞানী মহলে একটি সমীক্ষা চালিয়েছে নেচার পত্রিকা। দেখা গেছে, ২০২৩ সালে অন্তত ৬০,০০০টি পণ্ডিত্যপূর্ণ রচনা চ্যাটবট-এর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এল এল এম) সাহায্যে লেখা হয়েছে। ২০২৪ সালের প্রথমার্ধে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানে প্রকাশিত গবেষণাপত্রগুলির ১০ থেকে ১৭.৫%-র সারাংশ লিখে দিয়েছে এল এল এম। ছাপার আগে গবেষণাপত্রগুলি বিশেষজ্ঞদের দিয়ে অনেক সহজে চটপট যাচাই করিয়ে নেওয়া যাচ্ছে। গবেষণাপত্রর চুম্বক রচনা, অনুদানের জন্য আবেদনপত্র লেখা, ছাত্রছাত্রীদের সহায়তা-পত্র লিখে দেওয়া প্রভৃতি কাজ দ্রুত সেরে বিজ্ঞানীরা এখন সত্যিকারের জটিল সৃষ্টিশীল কাজগুলোতে মন দেবার অবকাশ পাচ্ছেন বেশি। ইংরেজি যাঁদের প্রথম ভাষা নয় তাঁদের গবেষণাপত্রগুলির ইংরেজির মানও এর সাহায্যে উন্নত হয়ে গেছে। শুধু ভাষা নয়, সম্প্রতি প্রকাশিত 01 নামে একটি উন্নত ভাষ্যে বিজ্ঞান, কোডিং আর গণিতের জটিল কর্মভারগুলি যুক্তিসম্মতভাবে সমাধা করার পথ বাতলানো যাচ্ছে। হয়তো ভবিষ্যতে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো বহু-বিষয় সমন্বিত গবেষণায় নিছক সহকারী না হয়ে সহযোগী বিজ্ঞানীর ভূমিকা পালনে সক্ষম হবে।
তবে অন্যদিকে আবার চিন্তাচৌর্য (প্লেজিয়ারিজম), ভুল তথ্য পেশ করা এবং বিপুল মাত্রায় এনার্জি ব্যবহার করার প্রসঙ্গও উঠেছে। একটা বড়ো সমস্যা হল ব্যক্তি-বিজ্ঞানীর গবেষণা-তথ্যের নিজস্বতা বজায় রাখা। নতুন বিষয় নিয়ে আপনার একটা গবেষণা-প্রবন্ধ বেরোনো-মাত্র চাটবট সেটার সাহায্য নিয়ে অন্যান্য উন্নততর গবেষণা করতে আরম্ভ করে দিল, আপনি জানতেও পারলেন না। তাছাড়া এগুলি সাহিত্য পর্যালোচনার ক্ষেত্রে খুব একটা সাফল্য পায়নি। কারণ এর জন্য পুরো বইটা পড়তে হয়, সে সংক্রান্ত অন্যান্য রচনা পড়ে আত্মস্থ করতে হয়, শুধু অন্য লেখার সার সংক্ষেপ করলেই চলে না। এছাড়া আছে অলীকদর্শন (হ্যালুসিনেশন) – অর্থাৎ বানানো তথ্য পরিবেশন। হয়তো এমন সব পরিসংখ্যান হাজির করা হল বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই। এজন্য কোনো কোনো গবেষক চ্যাটবট ব্যবহার না করে ছোটো ছোটো মডেল ব্যবহার করছেন যেগুলো ব্যক্তির নিজস্ব কম্পিউটারের বাইরে কাজ করে না।
এই রকম আশা-নিরাশার দোলায় দুলছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ – আশাই বেশি, নিরাশা কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + thirteen =