এবছর গ্রীষ্মেই মহাকাশে নাগরিকদের নিয়ে তিনটি বেসামরিক অভিযান সম্পন্ন হয়েছে। তিন কোটিপতির নিজস্ব উদ্যোগে। রিচার্ড ব্র্যানসন, জেফ বেজোস আর জার্ড আইজ্যাকম্যান। এই তিন কোটিপতি মধ্যে ব্র্যানসন আর বেজোস নিজেরাই নিজেদের রকেটে চেপে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। যদিও দু’জনের কেউই সৌরকক্ষে যেতে পারেননি, কিন্তু প্রচারটা করতে পেরেছিলেন যে তাঁদের সৌজন্যে ভবিষ্যতে মহাকাশে পর্যটনের ব্যাবসা শুরু হতে পারে। আর জার্ড আইজ্যাকম্যানের বেসামরিক মহাকাশ অভিযান সেই অর্থে সফল। তিনজন সিভিলিয়ানকে সঙ্গে নিয়ে আইজ্যাকম্যান সৌরকক্ষে পৌঁছেছিলেন, পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন তিনটে গোটা দিন।
কিন্তু কোটিপতিদের মহাকাশ অভিযানে ক্ষুব্ধ সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের সাধারণ সচিব আন্তোনিও গুতেরেস। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার প্রথম দিনের ভাষণে গুতেরেস বলে দিয়েছেন, “পৃথিবীতে ধনী আর গরিব মানুষের মধ্যে কতটা ফারাক সেটা নিশ্চয়ই কোটিপতিরা জানেন। বিশ্বে অর্ধেকের অনেক বেশি মানুষ যখন একটু খাবারের জন্য প্রবল লড়াই করছে, কোটিপতিরা সেই সময় মহাকাশে ‘জয়রাইডিং’ করছেন!”
তিন কোটিপতির মধ্যে আইজ্যাকম্যানের মহাকাশ অভিযানের উদ্দেশ্য ছিল সেন্ট জুডস চিল্ড্রেন হাসপাতালের শিশুদের জন্য অর্থ তোলা। জানা গিয়েছে, ২০০ মিলিয়ন ডলারের বেশি টাকা উঠেছে। যার মধ্যে ১০০ মিলিয়ন ডলার হাসপাতালের দান করা হবে।