কোডাইকানালের সংরক্ষিত অরণ্যে দাবানল

কোডাইকানালের সংরক্ষিত অরণ্যে দাবানল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ মার্চ, ২০২২

তামিলনাড়ুর থোগাইভারাই সংরক্ষিত অরণ্যে বৃহস্পতিবার ভয়াবহ আগুন লেগে গিয়েছে। দাবানল বলা হচ্ছে যাকে। সোমবার অনেক কষ্টে সেই দাবানলকে আয়ত্বে আনা গিয়েছে। বনকর্মী এবং দমকলকর্মী মিলিয়ে ১০০-র বেশি মানুষ আপ্রাণ চেষ্টা করছেন দাবানল নেভানোর। থোগাইভারাই জঙ্গলের ঠিক ওপরে কোডাইকানালের পার্বত্য অঞ্চল। জঙ্গলের অন্তত কয়েকশো একর ইতিমধ্যে ধ্বংস হয়ে গিয়েছে। জঙ্গল যেখানে থেকে শুরু হয়েছে সেই মাছুর অঞ্চলে প্রথম আগুন লেগেছিল। তারপর সেই দাবানল ছড়িয়ে পড়ে কোডাইকানাল পাহাড় পর্যন্ত চলে যায়। সংবাদমাধ্যমের দেওয়া খবর অনুযায়ী, কোডাইকানাল পাহাড়ের ওপর পেরুমল মালাই একটি জনপ্রিয় ট্রেকিং স্পট। সেই অঞ্চল দিয়ে সবসময়ই চলে প্রবল বেগে হাওয়া আর সেই হাওয়ার জন্যই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে জঙ্গলের অন্য অঞ্চলগুলোতে। ২০১৮-য় একইরকম দাবানল হয়েছিল এই জঙ্গলে। তখন পেরুমল মালাইয়ে দাবানলের মধ্যে আটকে পড়ে মারা গিয়েছিলেন ২৪ জন অভিযাত্রী।